বৃহস্পতিবারই নির্বাচন কমিশন গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু এদিন শুধু হিমাচলের ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি। গুজরাটে ভোটগ্রহণের দিনক্ষণ কিছুদিনের মধ্যই জানানো হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। তবে একটা বিষয় পরিস্কার করে দিয়েছে নির্বাচন কমিশন। গুজরাটে ভোট গ্রহণ হবে আগামী ১৮ ডিসেম্বরের আগে। কারণ ১৮ ডিসেম্বর যে এই দুই রাজ্যের ভোটগণনা একসঙ্গে হবে তা এদিন জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
৬৮ সদস্যের হিমাচল প্রদেশে এখন কংগ্রেসের শাসন। কিন্তু দুর্নীতি থেকে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ কংগ্রেসকে খুব সুবিধাজনক অবস্থায় রাখেনি। যার প্রভাব ভোটবাক্সে পড়তেই পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। অন্যদিকে জিএসটি-র ফলে প্রধানমন্ত্রীর খাসতালুক গুজরাটেই সমালোচনার মুখে পড়ে বিজেপি। সুরাটে বস্ত্র ব্যবসায়ীদের বড় ধরণের আন্দোলনের মুখেও পড়তে হয়। কিছুদিন আগে প্যাটেল সমস্যাও গুজরাটে বিজেপি সরকারকে কোণঠাসা করে দেয়। তাই গুজরাটে বিজেপি কতটা সুস্থির জায়গায় থাকতে পারবে তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন।