যে কোনও সমালোচনা হতে পারে, কেউ কোনও পরামর্শ দিতে চাইলেও স্বাগত। কিন্তু ইভিএম মেশিন ও ভিভিপ্যাট মেশিন সরিয়ে ফের ব্যালট যুগে ফিরে যাওয়ার কোনও প্রশ্ন উঠছে না। একটি সেমিনারে বক্তব্য রাখতে এসে নয়াদিল্লিতে একথা পরিস্কার করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, ব্যালটের যুগে নানাভাবে ভোটে দেরি করা হত। মাসলম্যানেরা সক্রিয় ছিল। ভোট গণনায় দীর্ঘ সময় লেগে যেত। ভোটকর্মীরা চরম সমস্যার মুখে পড়তেন। সেই দিন ফের ফিরিয়ে আনার প্রশ্নই উঠছে না।
প্রসঙ্গত কলকাতার ব্রিগেড হোক অন্য কোনও প্ল্যাটফর্ম, বিরোধীরা বারবার ইভিএম-এ কারচুপি হয় বলে দাবি করেছেন। এ নিয়ে বিজেপির দিকে আঙুলও উঠেছে। ইভিএম-এ কারচুপি করে বিজেপি ভোট চুরি করে বলেও খোলাখুলি অভিযোগ করেন বিরোধীরা। ইভিএম ফিরিয়ে ফের ব্যালটে ভোট চালু করার দাবি তোলেন তাঁরা। বিরোধীদের সেই দীর্ঘদিনের দাবিকে এদিন কার্যত নস্যাৎ করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)