State

রাজ্যের ২ লোকসভা ও ১ বিধানসভায় ভোট

রাজ্যে ফের ভোটের দামামা। ১৯ নভেম্বর রাজ্যের ২টি লোকসভা কেন্দ্র ও ১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২২ নভেম্বর। ওদিনই ফল ঘোষণা করা হবে। সোমবার এমনই জানাল নির্বাচন কমিশন। তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচন জিতে এখন রাজ্যের পরিবহণ মন্ত্রী। তাই ওই আসনটি এখন ফাঁকা। অন্যদিকে কোচবিহার লোকসভা আসনের তৃণমূল সাংসদ সম্প্রতি মারা গিয়েছেন। ফলে সেটিও ফাঁকা পড়ে আছে। অন্যদিকে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও বিধায়কের মৃত্যু হয়েছে। তাই এই ৩টি আসনে আগামী ১৯ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিল শুরু হবে আগামী ২৬ অক্টোবর। অন্যদিকে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই দলের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রয়াত বিধায়ক সজল পাঁজার ছেলে সৈকত পাঁজা। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অধিকারী পরিবারের দিব্যেন্দু অধিকারী। শুধু কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি তৃণমূল।

এদিকে উপনির্বাচনে লড়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজনৈতিক মহলের একাংশের ধারণা বিরোধী ভোট ভাগাভাগি না করতে নির্বাচনে সম্ভবত প্রার্থীই দেবেনা কংগ্রেস।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button