সামনে লোকসভা নির্বাচন। তাই রাজনৈতিক দলগুলি তাদের প্রচার ক্রমশ জোরদার করছে। নির্বাচনী প্রচারের জন্য পোস্টার ব্যবহার চিরাচরিত রীতি। সেই পোস্টারেই একটি রাজনৈতিক দল পাকিস্তানের হাতে ধরা পড়া ও পরে ভারতের চাপে পাকিস্তান তাঁকে ছাড়তে বাধ্য হওয়া উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই গত শনিবার নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে স্পষ্ট নির্দেশ দিল সব দলকে। কমিশন সাফ জানিয়েছে কোনওভাবেই সেনাদের ছবি রাজনৈতিক দলের প্রচার পোস্টারে ব্যবহার করা যাবে না। রাজনৈতিক দলগুলি যেন একাজ থেকে বিরত থাকে।
শনিবার সব দলের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেখানে জানানো হয়েছে ২০১৩ সালের গাইডলাইন অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনও সেনা বা এমন কোনও অনুষ্ঠান যেখানে সেনার কাউকে দেখা যাচ্ছে তেমন ছবি ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশন তাদের অবস্থান এভাবেই দলগুলির কাছে স্পষ্ট করে দিয়েছে। কমিশন জানিয়েছে, তারা একথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে তা দৃঢ়ভাবে মেনে চলা হয়।
পুলওয়ামা হামলার পর যেভাবে ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। যেভাবে পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। তারপর ভারতীয় সেনাদের বীরত্বকে সামনে রেখে অনেক দলই তাদের নির্বাচনী প্রচারকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করতে পারে। ইতিমধ্যেই একটি দল তা করে ফেলেছে বলে সোশ্যাল মিডিয়ায় দেখাও গেছে। এই অবস্থায় শুরুতেই এ নিয়ে তাদের কড়া অবস্থান দলগুলির কাছে পরিস্কার করে দিল নির্বাচন কমিশন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)