প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি সিনেমার প্রদর্শন নিয়ে আগেই তাদের অবস্থান পরিস্কার করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিয়েছে লোকসভা ভোট চলাকালীন কোনও বায়োপিক কনটেন্ট প্রদর্শন করা যাবে না। ফলে সেই সিনেমা হলে মুক্তি পায়নি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি ওয়েব সিরিজেও নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
ওয়েব সিরিজের প্রযোজকদের কাছে নির্বাচন কমিশনের নির্দেশ পৌঁছেছে। অবিলম্বে ওই ওয়েব সিরিজের সব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
‘মোদী: জার্নি অফ এ কমন ম্যান’ নামে একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে। কমিশনের ব্যাখ্যায় এই ওয়েব সিরিজে বায়োপিক কনটেন্ট রয়েছে। যা লোকসভা নির্বাচন চলাকালীন দেখানো যাবে না। মানুষের মনে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে কমিশন। তাই এই ওয়েব সিরিজের অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশনের তরফে প্রযোজকদের জানিয়ে দেওয়া হয়েছে এখন এই ওয়েব সিরিজ বন্ধ থাকবে। যতদিন না কমিশন অন্য কোনও নোটিশ জারি করছে ততদিন এই ওয়েব সিরিজের প্রদর্শন বন্ধ রাখতে হবে। ওই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত অন্য কনটেন্টও অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কমিশন। ফলে সিনেমার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওয়েব সিরিজ প্রদর্শনও এবার বন্ধ হয়ে গেল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)