সারা বছরে কোথাও না কোথাও ভোট লেগেই আছে। সে লোকসভা হোক বা বিধানসভা বা অন্য কোনও নির্বাচন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন সবে মিটেছে। তারপরই সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সোমবার দিল্লির ভোটের সূচি প্রকাশ করেন। দিল্লিতে ভোটগ্রহণ হবে একদফায়।
দিল্লিতে আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। ভোট গণনা ১১ ফেব্রুয়ারি। সাধারণত কোনও রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলে সেখানে কয়েক দফায় ভোট গ্রহণ করে থাকে নির্বাচন কমিশন। তবে দিল্লি খুব বড় বিধানসভা নয় বলেই হয়তো এক দফাতেই ভোট গ্রহণ পর্ব শেষ করতে চাইছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ১৩ হাজার পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। ৯০ হাজার আধিকারিককে ভোট গ্রহণের কাজে লাগানো হবে।
৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে গতবারে দুরন্ত সাফল্য পেয়ে ক্ষমতায় এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার দিল্লি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে বিজেপি। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড হাতছাড়া হওয়ার পর বিজেপির জন্য দিল্লি বিধানসভা জয় একটা বড় চ্যালেঞ্জ। দিল্লির বর্তমান সরকারের সময়কাল শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। তার আগেই নতুন সরকার নিশ্চিত হওয়া জরুরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা