ভোটকে গণতন্ত্রের উৎসব বলা হয়। সেই গণতন্ত্রের উৎসবকে উৎসবমুখর করে তুলতে এবার উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটদাতাদের উৎসাহ দিতে, তাঁদের ভোটদানেও আনন্দ দিতে এবার মডেল বুথ বানাল তারা। দিল্লির বিধানসভা ভোটে সেই মডেল বুথ নজর কাড়ল সকলের। নজর কাড়বে নাই বা কেন! বুথের সামনে থেকেই ভোটদাতাদের মন ভাল করার বন্দোবস্ত। লাল কার্পেট পাতা বুথে। সেই লাল কার্পেট ধরে ভোটদাতারা যাবেন ভোট দিতে। চারধার বেলুন দিয়ে সাজানো। যেন ভোটদান কেন্দ্র নয়, কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তাঁরা।
মডেল ভোটকেন্দ্রে আরও চমক রয়েছে। যেমন একজন ভোটারের ভোট দিতে যাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর দরকার নেই। আছে কুপনের বন্দোবস্ত। সেই কুপন সংগ্রহ করে বিনা ঝঞ্ঝাটে ভোট দিতে পারবেন তাঁরা। রয়েছে সেলফি জোন। বুথেই সুসজ্জিত একটি জায়গা। সেখানে হাতে কালি লাগানো অবস্থায় যে কোনও ভোটার চাইলে নিজের সেলফি নিতে পারবেন। রয়েছে ফোটো জোনও। এখানে দাঁড়িয়ে ফোটো তুলতে পারবেন ভোটাররা।
পড়ুন : ইমরান খানকে সতর্ক করল পাক নির্বাচন কমিশন
অনেক সময় শিশুদের বাড়িতে রেখে ভোটদান কেন্দ্রে আসতে পারেননা অভিভাবকরা। বিশেষত এই নিউক্লিয়ার ফ্যামিলির যুগে। সেক্ষেত্রে বাবা-মা যাতে নিশ্চিন্তে শিশুকে নিয়ে আসতে পারেন তার জন্য বুথেই তৈরি করা হয়েছে অস্থায়ী শিশুদের রাখার জায়গা। ভোট দিতে যাওয়ার সময় এখানে শিশুকে নিশ্চিন্তে রেখে যেতে পারবেন অভিভাবকরা। সেখানে তাঁদের সন্তান মহানন্দে কাটাতে পারবে। তারপর ভোট দেওয়া হয়ে গেলে শিশুকে সেখান থেকে নিয়ে চলে যেতে পারবেন তাঁরা। ভোটদানের জন্য অপেক্ষা করতে রয়েছে দারুণ গদি মোড়া চেয়ার। ঝাঁ চকচকে বুথে এলেই মন ভাল হয়ে যাবে ভোটারদের। এমনই বেশ কিছু মডেল ভোটকেন্দ্র এবার দিল্লি বিধানসভা নির্বাচনে কমিশনের তরফে বড় চমক হয়ে রইল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা