চ্যালেঞ্জিং মেনে ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন
৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এখন যা পরিস্থিতি তাতে ভোট করানোটাই যে একটা বড় চ্যালেঞ্জ তা মেনে নিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
দেশে এখন যেভাবে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে সেখানে আদৌ কি ভোট করানো সঠিক হবে? এই প্রশ্নকে সামনে রেখেই এবার ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
নির্বাচন হবে বিধিনিষেধ মেনেই। প্রচারও সেভাবেই করতে হবে। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে ভোটের দিনক্ষণ ঘোষণা করার সময় মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র মেনে নেন যে এই সময় ভোট করানোটা একটা চ্যালেঞ্জ।
উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ভোট হবে আগামী ফেব্রুয়ারিতেই বলে এদিন জানালেন সুশীল চন্দ্র। ৭ দফায় নির্বাচন হবে।
১০ ফেব্রুয়ারি থেকে নির্বাচন শুরু হবে। ১০ মার্চ ফলাফল বার হবে। এই ৭ দফায় নির্বাচন হবে একমাত্র উত্তরপ্রদেশেই।
উত্তরপ্রদেশের ৪০৩টি আসনে ৭ দফায় নির্বাচন হবে ১০, ১৪, ২০, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ। মণিপুরে ২ দফায় ভোট হবে। মণিপুরের মোট ৬০টি আসনে ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ ভোটগ্রহণ হবে।
বাকি ৩টি রাজ্য পঞ্জাব, গোয়া এবং উত্তরাখণ্ডে ভোট হবে ১ দফায়। পঞ্জাবে মোট আসন ১১৭টি, গোয়ায় মোট আসন ৪০টি এবং উত্তরাখণ্ডে মোট আসন ৭০টি। এই ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হবে ১০ মার্চ।
এই পরিস্থিতিতে ভোট করা কেন? মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ভোট করতে হবে ওমিক্রনের মধ্যে।
তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে বলেও আশ্বস্ত করেন সুশীল চন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা