National

ইভিএমে কারচুপি করে দেখান, খোলা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের

ইভিএম নিয়ে গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে এবার পাল্টা মুখ খুলল নির্বাচন কমিশন। খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তারা। ক্ষমতা থাকলে হ্যাকার থেকে আরম্ভ করে কোনও কম্পিউটার বিশেষজ্ঞ, বিজ্ঞানী বা অন্য যে কেউ ইভিএমে কারচুপি করে দেখান। এজন্য সম্ভবত মে মাসের গোড়া থেকে ১০ দিনের জন্য নির্বাচন কমিশনের দরজা খোলা থাকবে। যে কেউ চাইলে ইভিএম কারচুপি করে দেখানোর সুযোগ পাবেন। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির অভাবনীয় ফলের পর আপ থেকে শুরু করে কংগ্রেস বা মায়াবতীর বসপা সকলেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে। তাদের দাবি, ইভিএমে কারচুপি করে বিজেপিকে জিতিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এক ধাপ এগিয়ে দিল্লির আসন্ন পুর নির্বাচনে ইভিএমের জায়গায় ব্যালট ব্যবহারেরও দাবি তুলেছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে ইভিএমে কারচুপি করে দেখানোর ওপেন চ্যালেঞ্জের পাশাপাশি কমিশনের দাবি, ইভিএমে কোনও কারচুপি সম্ভব নয়। নির্বাচনে ইভিএমে কোনও কারচুপি হয়নি।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button