SciTech

মঙ্গলগ্রহে বসবাস শুরু করছে মানুষ, কবে থেকে জানালেন ইলন মাস্ক

মঙ্গলগ্রহে তৈরি হবে একাধিক শহর। আর সেখানেই মানুষ বসবাস শুরু করবে। সেজন্য আর বেশিদিনের অপেক্ষা নয়। জানিয়ে দিলেন ইলন মাস্ক।

পৃথিবী ছাড়াও মানুষের বসবাসের জন্য চাঁদ আর মঙ্গলগ্রহকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু সেখানে মানুষের যাতায়াত শুরু বা থাকা শুরু কবে থেকে হবে, সে প্রশ্ন অনেক সাধারণ মানুষেরই। পৃথিবী ক্রমে যেভাবে অবাসযোগ্য হয়ে উঠছে তাতে অনেক মানুষই চাইছেন এমনটা হোক।

সেই লক্ষ্য পূরণে বিজ্ঞান যে কত দ্রুত গতিতে ছুটছে তা এবার পরিস্কার করে দিলেন স্পেসএক্স কর্তা ইলন মাস্ক। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন মঙ্গলগ্রহে মানুষের জন্য শহর তৈরি হবে। সেখানে মানুষের কলোনি তৈরি হবে। যেখানে তাঁরা দিব্যি বসবাস করবেন।


সেই আপাত অবিশ্বাস্য বাসস্থান কবে বাস্তবায়িত হবে? ইলন মাস্ক জানাচ্ছেন আগামী ২০ বছরের মধ্যেই মঙ্গলগ্রহে শহর তৈরি শুরু হয়ে যাবে। আর ৩০ বছরের মধ্যেই সেখানে মানুষের বসবাস শুরু হয়ে যাবে।

মানে ৩০ বছর পর থেকেই মানুষ মঙ্গলগ্রহের শহরে বসবাস করার সুযোগ পাবেন। অবশ্যই ইলন মাস্কের এই দাবি নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়েছে। মাস্ক লিখেছেন আর কয়েক বছরের অপেক্ষা। তারপরই লাল গ্রহে মানুষে পা পড়বে।


২০২৬ সালে চাঁদে মানুষ পাঠাতে সবদিক থেকে তৈরি হচ্ছে নাসা। তারপরই কি তবে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হবে? অন্তত তেমনই মনে করছেন আশাবাদী মানুষজন। অনেকেই চাইছেন তাঁর জীবদ্দশায় মঙ্গলে মানুষের শহর তৈরিটা দেখে যেতে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button