SciTech

মঙ্গলে পাড়ি দিতে চলেছে মানুষ, কতদিনে তৈরি হবে শহর, জানালেন ইলন মাস্ক

মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পথে যে বিজ্ঞানীরা কত দ্রুত এগোচ্ছেন তা পরিস্কার করে দিলেন ইলন মাস্ক। কবে মানুষ মঙ্গলে পাড়ি দেবে তাও জানিয়ে দিলেন।

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট হল স্টারশিপ। অতিশক্তিধর এই স্টারশিপ চেপেই চাঁদে যেতে চলেছে মানুষ। সেই স্টারশিপই মাত্র ২ বছরের মধ্যে পাড়ি দেবে মঙ্গলগ্রহে। পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে ট্রান্সফার উইন্ডো খুলে গেলেই যানটি লাল গ্রহে পাড়ি দেবে।

পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে ট্রান্সফার উইন্ডো মানে এমন একটা কোণে ২টি গ্রহ অবস্থান করবে যাতে কোনও যানকে ২টি গ্রহের মধ্যে যাতায়াত করাতে হলে তা আদর্শ সময় বলে বিবেচনা করা হয়। ঠিক সেই সময়টা ২ বছরের মধ্যেই আসতে চলেছে।


সেই সময় স্টারশিপ পাড়ি দেবে মঙ্গলে। তবে এবার কোনও মানুষকে নিয়ে সে যাবেনা। এই প্রথম কোনও যান মঙ্গলে যেতে চলেছে এটা দেখতে যে মানুষকে নিয়ে যাওয়ায় কোনও সমস্যা আছে কিনা।

সহজ করে বললে এটা পরীক্ষামূলক উড়ান। এটি সফল হলে ৪ বছরের মধ্যেই লাল গ্রহে মানুষ পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছেন স্পেসএক্স সংস্থার সিইও ইলন মাস্ক।


আরও এক ধাপ এগিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, একবার মানুষ মঙ্গলে পৌঁছনোর পর সেখানে যাতায়াত ক্রমে বাড়তে থাকবে। আগামী ২০ বছরের মধ্যেই মঙ্গলে একটি শহর তৈরি হয়ে যাবে বলেও আশাবাদী মাস্ক।

লাল গ্রহকেই যে মানুষ তাদের পরবর্তী বাসস্থান হিসাবে চিহ্নিত করে নিয়েছে তা ইলন মাস্কের বক্তব্য থেকে আরও একবার পরিস্কার হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button