World

১৭ সেকেন্ডে বিয়ারের বোতল শেষ করে বিপাকে বিশ্বখ্যাত রাষ্ট্রপ্রধান

মাত্র ১৭ সেকেন্ড সময় নিলেন তিনি। আর সেই সামান্য সময়ের মধ্যেই শেষ করলেন ১টি বিয়ারের বোতল। যা তাঁকে কার্যত বিপাকে ফেলেছে।

খেলা দেখতে হাজির হয়েছিলেন তিনি। মাঠে ভিআইপি বক্সে বসে খেলাও দেখেন। খেলার শেষে হাজির হন জয়ী দলের ড্রেসিংরুমে। সেখানে তখন জয়ের উল্লাসে মাতোয়ারা সকলে।

সেখানে তাঁদের মধ্যে দেশের প্রেসিডেন্টকে পেয়ে আত্মহারা হয়ে ওঠেন রাগবি দলের খেলোয়াড়েরা। জয়ী দলের খেলোয়াড়েরা তখন বিয়ার পান করে আনন্দে মত্ত। তাঁরা একটি বিয়ারের পিন্ট বোতল প্রেসিডেন্টের হাতেও তুলে দেন।


এটাকে খেলোয়াড়েরা বিজয়োৎসবের অঙ্গ হিসাবে মনে করেন। নিরাশ করেননি প্রেসিডেন্ট। তিনিও শামিল হন এই আনন্দে। বিয়ারের বোতলটি মুখে ধরে পান করা শুরু করেন।

প্রেসিডেন্ট নিজে তাঁদের সঙ্গে দেখা করে বিজয় আনন্দে বিয়ার পান করছেন এই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দি করতে শুরু করেন।


এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বিয়ারের বোতলটি সেই যে মুখে ধরেন তারপর আর নামাননি। পান করতেই থাকেন টানা।

Emmanuel Macron
ফাইল : এমানুয়েল মাক্রোঁ, ছবি – আইএএনএস

তারপর যখন মাক্রোঁ বোতল একদম শেষ করে মুখ থেকে নামিয়ে সামনের টেবিলে রাখেন, তখন সকলে আরও একবার আনন্দে উল্লাস করে ওঠেন। হিসাব কষে দেখা যায় এমানুয়েল মাক্রোঁ বোতলটি শেষ করতে সময় নিয়েছেন মাত্র ১৭ সেকেন্ড।

এই আনন্দ, বিয়ার পান সবই ছিল সাময়িক। এই ছবি সামনে আসতেই ফ্রান্সের বিরোধী নেতারা তোপ দাগেন। তাঁদের দাবি, দেশের প্রেসিডেন্ট এভাবে বিয়ার পান করতে পারেন না। প্রেসিডেন্টের একজন রোল মডেল হয়ে ওঠা উচিত। তাঁর দায়িত্ব একটি স্বাস্থ্যকর বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু এ দৃশ্যে তিনি তা করছেননা। বিষয়টি কিছুটা হলেও বিপাকে ফেলেছে ফ্রান্সের প্রেসিডেন্টকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button