ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের জমানো অর্থ সাধারণত কাজে আসে অবসর নেওয়ার পর। সেটাই প্রচলিত ধারণা। কিন্তু এখন অনেক চাকুরীজীবীর ইপিএফও-তে প্রতি মাসে টাকা জমা পড়লেও তাঁদের চাকরি অনেক সময়েই অনিশ্চিত হয়ে পড়ে। চাকরি তিনিও ছাড়তে পারেন। আবার চাকরি হারাতেও পারেন। সেক্ষেত্রে কারও যদি চাকরি চলে যায় তখন তিনি তাঁর জমানো প্রভিডেন্ট ফান্ডের টাকার ৭৫ শতাংশই তুলে নিতে পারবেন মাত্র ১ মাসের মধ্যে।
তিনি চাইলে বাকি টাকা রেখে অ্যাকাউন্ট ধরেও রাখতে পারেন। অথবা চাইলে বাকি ২৫ শতাংশও ২ মাসের মধ্যে তুলে নিতে পারেন। এমনই জানালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার। আগে চাকরি হারানোর ২ মাস পরে টাকা তুলতে পারতেন চাকুরীজীবীরা। সেই আইন এখন আরও সরল হল।