২০১৫-১৬ আর্থিক বর্ষে শেষ বেড়েছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ-এ সুদের হার। তারপর শেষ ৩ বছরে তা আর বাড়েনি। এবার ভোটের মুখে সেই ইপিএফ-এ সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়াল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বোর্ড। ফলে ৮.৫৫ শতাংশ থেকে বেড়ে ইপিএফ-এ সুদের হার হতে চলেছে ৮.৬৫ শতাংশ। এদিন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই সিদ্ধান্তে খুশি চাকুরীজীবীরা।
হিসাব বলছে এই সুদের হার বৃদ্ধির ফলে দেশের ৫ কোটি ৬৩ লক্ষ চাকুরীজীবী উপকৃত হবে। ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য এই হার কার্যকর হবে। ফলে অবশ্যই আর্থিক লাভ অর্জন করতে চলেছেন চাকুরীজীবীরা।
ভোটের আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইপিএফ-এ সুদের হার বাড়লে অবশ্যই চাকুরীজীবীদের জন্য আনন্দের। ফলে খুশি তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)