চলতি অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-এ সুদের হার কমাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। বৃহস্পতিবার সেকথা ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার। সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ছিল ৮.৬৫ শতাংশ, যা এদিন কমিয়ে করা হল ৮.৫০ শতাংশ। যার সরাসরি প্রভাব পড়বে কর্মচারিদের গচ্ছিতে। ২০১৮-১৯ অর্থবর্ষেও ইপিএফ-এর সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ।
যাঁরা চাকরি করেন। মাইনের ওপর জীবন চলে। তাঁদের শেষ জীবনের সবচেয়ে বড় ভরসা হয় প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা। প্রভিডেন্ট ফান্ডের সুদ তাঁদের আখেরের জন্য জমানো টাকাকে একটু বাড়াতে সাহায্য করে। যা তাঁদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে বয়সকালে খরচ সামলাতে কিছুটা হলেও সাহায্য করে। সেই প্রভিডেন্ট ফান্ডের সুদ কমে যাওয়া মানে তাঁদের আখেরের টাকায় কোপ পড়া।
ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকের পরই এদিন সুদ কমানোর কথা ঘোষণা করা হয়। শ্রমমন্ত্রকের এই সিদ্ধান্ত এবার যাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই সিদ্ধান্তে সিলমোহর দিলে তারপরই তা বাস্তবায়িত হবে। তবে বিশেষজ্ঞেরা মনে করছেন কেন্দ্রীয় কোষাগারের আর্থিক অবস্থা কিছুটা ফেরাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা