যুগান্তকারী সিদ্ধান্ত, ইপিএফও গ্রাহকদের জন্য টাকা তোলা এবার হাতের মুঠোয়
দেশের লক্ষ লক্ষ মানুষের প্রভিডেন্ট ফান্ড রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-তে। তাঁদের জন্য এবার তাঁদের নিজের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা অতি সরল হল।

ইপিএফও গ্রাহকরা এখন যদি তাঁদের জমানো প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতেও চান তাহলে তাঁদের অনলাইনে আবেদন জানাতে হয়। তারপর অ্যাপ্রুভালের জন্য দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহও লেগে যেতে পারে এই অনুমোদন পেতে।
প্রয়োজন পড়লে দ্রুত সেই টাকা হাতে পাওয়ার উপায় নেই। এই সমস্যার নিরসন হতে চলেছে। এবার সারা ভারতে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ইপিএফও গ্রাহক চাইলেই তাঁর ইপিএফও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
সেখানে তাঁদের জমানো টাকা থেকে টাকা তোলা এবার হাতের মুঠোয়। কেবল অপেক্ষা করতে হবে আগামী মে মাস পর্যন্ত। মে মাসেই এই সুবিধা চালু হয়ে যাওয়ার কথা। যদি খুব দেরি হয় তাহলে জুন মাসের শুরুতেই শুরু হয়ে যাবে এই ব্যবস্থা।
কিন্তু ব্যবস্থাটা কি? এবার থেকে ইপিএফও গ্রাহকরা চাইলে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। ইউপিআই-এর মাধ্যমেও টাকা পেতে পারেন। তবে শর্ত হল একবারে ১ লক্ষ টাকা পর্যন্তই সর্বাধিক তুলতে পারবেন তাঁরা।
এই ব্যবস্থা চালু হলে টাকার প্রয়োজনে ইপিএফও থেকে টাকা পেতে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হবে। যা কার্যত বহুদিন ধরেই ইপিএফও গ্রাহকদের দাবি ছিল। এছাড়া গ্রাহকরা সুবিধা চালু হলে তাঁদের পিএফ ব্যাল্যান্সও দ্রুত চেক করতে পারবেন।
চাইলে সময় নষ্ট ছাড়াই তাঁর ইপিএফও-তে জমানো টাকা পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সময়ের প্রয়োজন বুঝে ইপিএফও কার্যত এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে বলে খুশি গ্রাহকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা