পঞ্চ হাতির কারণে পিছিয়ে যেতে পারে সিনেমার মুক্তি
সিনেমা তৈরি যাঁদের কাজ তাঁদের ধারনাও ছিলনা হাতিকে নিয়ে তাঁদের এমন এক অশান্তির সম্মুখীন হতে হবে। কিন্তু আইন না জানায় সমস্যায় পড়তেই হল তাঁদের।
তারা সিনেমা নির্মাণ করে। যা থেকে ব্যবসা হলে মুনাফা হয়। এটাই অন্য প্রযোজক সংস্থার মত ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশনস-এর কাজ। তাদেরই এবার নোটিস ধরাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া।
সবটাই হল হাতিকে কেন্দ্র করে। একটা নয় ৫টা হাতি। আর যুক্ত হয়েছে ‘ভারিসু’ নামে একটি সিনেমা। নোটিস হাতে পাওয়ার পর আপাতত তাদের সমস্যা বাড়ল।
দক্ষিণী সিনেমা ভারিসু এখনও মুক্তির অপেক্ষায়। সেই সিনেমার শ্যুটিংয়ে ৫টি হাতি ব্যবহার করা হয়। সিনেমায় তো পশুপাখিকেও প্রয়োজনে শ্যুটিংয়ের অংশ করাই হয়। এই শ্যুটিংয়ে লেগেছিল ৫টি হাতি।
সিনেমার কাহিনির প্রয়োজনেই এই ৫টি হাতিকে ব্যবহার করা হয়। কিন্তু ৫টি হাতি ব্যবহারের সময় প্রযোজনা সংস্থা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া-র কাছে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার দরকার মনে করেনি।
এখন সিনেমায় কোনও পশুপাখি ব্যবহার করতে গেলে আগে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া-র অনুমতি নিতে হয়। তবেই পশুপাখি ব্যবহার করা যায়।
ভারিসু সিনেমার শ্যুটিংয়ে তা না করায় এবার প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠাল বোর্ড। ১৯৬০ সালে তৈরি এই নতুন আইনে সিনেমায় পশুপাখি দরকার পড়লে তা আদৌ ব্যবহার সম্ভব কিনা তা বোর্ডের অনুমতি পাওয়ার পরই নিশ্চিত হয়।
আপাতত এই কারণ দর্শানোর নোটিসের উত্তর দিতে হবে হায়দরাবাদের সিনেমা প্রযোজনা সংস্থা ভেঙ্গটেশ্বরা ক্রিয়েশনস-কে। কেন তারা অনুমতি না নিয়ে সিনেমার শ্যুটিংয়ে হাতি ব্যবহার করেছে তার গ্রহণযোগ্য উত্তর দিতে হবে তাদের।
উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ স্থির করবে বোর্ড। তবে এই সমস্যা দীর্ঘায়িত হলে সিনেমার মুক্তিও পিছিয়ে যেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা