অবদান রেখেও অচেনা বীরদের জায়গা হচ্ছে কমিকস বইয়ের পাতায়
অনেক অবদান রেখেও কিছু মানুষ অচেনাই থেকে যান। তাঁদের কথা কেউ মনে রাখে না। তাঁরাই এবার ফিরে আসছেন কমিকস বইয়ের চরিত্র হয়ে।
তাঁদের কেউ মনে রাখেননি। সময়ের সঙ্গে তাঁরা হারিয়ে গেছেন। ভুলে গেছেন মানুষ। কেউ মনে রাখেন না, জানেননা তাঁদের মহৎ অবদানের কথা। দেশের সেইসব বীর সন্তানদের এবার জায়গায় হচ্ছে কমিকসের পাতায়। কমিকস চরিত্র হয়ে ফিরে আসছেন তাঁরা।
কেবল কমিকস বই বলেই নয়, পর্দায় চলমান কমিকস চরিত্র হয়েও ফিরছেন তাঁরা। যারজন্য গবেষণার কাজ প্রায় শেষের পর্যায়ে। মূল উদ্দেশ্য অবশ্যই এই সব মহান মানুষদের না ভুলতে দেওয়া। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁদের মহৎ অবদানের কথা মানুষকে জানানো। নতুন প্রজন্মকে জানান।
আর কমিকস রূপে তাঁদের ফেরাতে সহজেই বহু মানুষের কাছে পৌঁছতে পারবেন তাঁরা। ভাল লাগবে ছোটদেরও। কাহিনির আকারে কমিকস চরিত্র হয়ে তাঁদের ফিরে আসা তাঁদের প্রতি এক ধরনের শ্রদ্ধার্ঘ।
উত্তরপ্রদেশের সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং এবং ফোক অ্যান্ড ট্রাইবাল আর্ট অ্যান্ড কালচারাল ইন্সটিটিউট, এই কাজে এগিয়ে এসেছে। এই কমিকসগুলি যাঁরা লিখবেন তাঁদের একটি কর্মশালা হয়ে গেছে।
যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন গবেষক, ঐতিহাসিক, লেখক সহ বিষয়টি সম্বন্ধে অবগত মানুষজন। তাঁদের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেই সেগুলিকে কমিকসের রূপ দিতে হবে।
এই লেখা হয়ে গেছে। সেসব লেখা খতিয়ে দেখবে একটি বিশেষজ্ঞ প্যানেল। তারপর তা মঞ্জুর হলে যাবে কমিকস বইয়ের রূপ নিতে। শুধু কমিকস বই বলেই নয়, অডিও ভিজুয়ালেও এই কাহিনি তুলে ধরা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা