ঢাকার অভিশপ্ত রাত নিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করছেন শশী কাপুরের নাতি
ঢাকার সেই রাতের ঘটনা কেউ কখনও ভুলবেন না। দুঃস্বপ্নের চেয়েও ভয়ংকর সে স্মৃতি। সেদিনের সেই ঘটনা নিয়েই তৈরি সিনেমায় এবার অন্যতম আকর্ষণ শশী কাপুরের নাতি।
ভারতীয় সিনেমায় শশী কাপুর এমন একটা নাম যা চিরদিন নিজের আলাদা একটা জায়গা বজায় রেখে অক্ষয় হয়ে থাকবে। সেই কিংবদন্তি নায়ক শশী কাপুরের ছেলে কুণাল কাপুরের ছেলে জাহান কাপুর।
জাহান এখন যুবক। পরিবারের পরম্পরা বজায় রেখে তিনিও এবার পা দিলেন সিনেমার রূপোলী জগতে। কাপুর পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে তিনি কতটা সফল তা অবশ্য তাঁর ডেবিউ সিনেমা বলে দেবে। যেখানে সিনেমাটিই এমন একটা সময়কে ধরার চেষ্টা যা চিরকাল বাংলাদেশের মানুষের কাছে এক কালো অধ্যায় হয়ে থাকবে।
পয়লা জুলাই ২০১৬ সাল। সময় রাত ৯টা ২০ মিনিট। ঢাকার বর্ধিষ্ণু কাফে হোলি আর্টিজান বেকারি-তে তখন বেশ ভিড়। অধিকাংশই বিদেশি পর্যটক। সকলেই নিজেদের মধ্যে গল্পগুজবে মত্ত।
ঠিক সেই সময় সেখানে ঢুকে আসে কয়েকজন জঙ্গি। এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে তাদের প্রবেশ ঘটে। গুলিতে মৃত্যু হতে থাকে কাফেতে বসে থাকা সাধারণ মানুষের।
পরে বাংলাদেশ পুলিশ ও সেনার যৌথ অভিযানে পণবন্দিদের মুক্ত করা হয়। ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। যার মধ্যে ২০ জন কাফেতে আসা মানুষ, যাঁদের অধিকাংশই বিদেশি নাগরিক।
এছাড়া ৫ জন বন্দুকধারী এবং ২ জন কাফে কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে ফরাজ সিনেমাটি। যা ৩ ফেব্রুয়ারি মুক্ত পাচ্ছে। সিনেমায় শশী কাপুরের নাতির সঙ্গে ডেবিউ করছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা