Entertainment

পুরো হলটাই তুলে নিয়ে চলে যাওয়া যায়, তেমন হলেও দেখানো হবে ‘পাঠান’

পুরো সিনেমা হলটাই গুটিয়ে অন্যত্র চলে যাওয়া যায়। কিন্তু সেই হলে রয়েছে সব ব্যবস্থাই। এমন হলেই কনকনে ঠান্ডায় দেখা যাবে শাহরুখ খানের ‘পাঠান’।

৪ বছর পর ফের বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। পাঠান সিনেমা দিয়ে ফিরছেন তিনি। এই সিনেমায় তিনি এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন।

পাঠান সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে পারদ চড়ছে। শাহরুখ খানের ভক্তরাও মুখিয়ে আছেন। গোটা দেশ যখন এই সিনেমা দেখার জন্য মুখিয়ে তখন লেহ-র মত দেশের অন্যতম উচ্চ স্থানই বা পিছিয়ে থাকবে কেন?


সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৬২ ফুট উঁচুতে অবস্থিত লেহ-র বাসিন্দারও এবার পাঠান সিনেমাটি দেখার সুযোগ পাবেন। তাও আবার সিনেমা হলে। কিন্তু ওই উচ্চতায় এখনও স্থায়ী হল নেই। তাই সেখানে চলমান হলের ব্যবস্থা করা হয়েছে।

হলটি এমনভাবে তৈরি যে তা প্রয়োজনে গুটিয়ে নিয়ে চলে যাওয়া যায়। কিন্তু হলের মধ্যে বসার জায়গা, প্রজেক্টর রুম এবং সিনেমা হলের বড়পর্দা সবই রয়েছে। ভিতরে ঢুকে হলের চেয়ে আলাদা কিছু মনে হবেনা। সেখানেই এবার পাঠান দেখার সুযোগ পাচ্ছেন লেহ-র বাসিন্দারা।


এমন অস্থায়ী সিনেমা হল শুধু লেহ বলেই নয়, দেশের আরও কয়েক জায়গায় বসতে চলেছে। যার মধ্যে অরুণাচল প্রদেশের দুর্গম স্থান যেমন রয়েছে তেমনই রয়েছে রাজস্থানের সর্দারশহর এলাকা।

সব জায়গাতেই এমন চলমান সিনেমা হলে পাঠান সিনেমাটিই দেখানো হবে। যাতে সেখানকার মানুষ এই সিনেমা দেখা থেকে বঞ্চিত না হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button