এঁরা একটু অন্যধারার সিনেমা বানাতেই স্বচ্ছন্দ। এমনই ভিন্নধারার সিনেমা পরিচালকদের একটা বড় অংশ চমকে দিলেন গোটা দেশকে। আর্টিস্ট ইউনাইট ইন্ডিয়া ডট কম নামে ওয়েবসাইটে বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি নিয়ে হাজির হলেন তাঁরা। সংখ্যায় ১০৫ জন। এঁরা সকলেই এই মতে স্বাক্ষর করেছেন। তাঁদের দাবি, দেশে গণতন্ত্র ফেরাতে এই পদক্ষেপ নেওয়া উচিত ভারতবাসীর। ফ্যাসিবাদ গোটা দেশকে গ্রাস করেছে বলে আর্জিতে দাবি করেছেন চিত্রপরিচালকরা।
সই যাঁরা করেছেন তাঁদের মধ্যে আনন্দ পটবর্ধন, কিউ, অভিজ্ঞান সরকার, অভ্র বন্দ্যোপাধ্যায়, দীপা ধনরাজ, প্রবীণ মোর্চালে সহ অনেকেই রয়েছেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশের অবস্থা খারাপ হয়েছে বলেই দাবি তাঁদের। এমনকি তাঁদের দাবি, দেশভক্তি আসলে বিজেপির ট্রাম্প কার্ড।
অরাজনৈতিক ব্যক্তিরা, যাঁরা নেহাতই অন্য পেশার মানুষ তাঁরা, এভাবে খোলাখুলি বিজেপির বিরুদ্ধে গিয়ে আমজনতাকে বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানানোয় হতবাক অনেকেই। যদিও এটা ঠিক যে সিনেমা শিল্পের মানুষের সঙ্গে স্বাধীন বক্তব্য পেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা দড়ি টানাটানির পরিস্থিতি আগেই তৈরি হয়েছিল। তা এবার সরাসরি ভোটের ময়দানে নেমে পড়ল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)