১ লক্ষ ৬০ হাজার বর্গফুট জুড়ে গণিকাদের রঙিন দুনিয়া, তৈরি হল হিরামান্ডি
এমন অতি বিশাল কাণ্ড বড় একটা দেখা যায়নি। সেই চত্বর জুড়ে তৈরি হল হিরামান্ডি-র গণিকাদের দুনিয়া। কি হয় সেখানে, এবার তারই অপেক্ষা।
স্বাধীনতার আগেও এ ভারতে গণিকাদের একটা দুনিয়া ছিল। তাঁদের পৃষ্ঠপোষকও কম ছিলেননা। গণিকাদের সেই দুনিয়া ছিল বর্ণময়। আবার সেখানে ছিল সুখ, দুঃখ, কষ্ট। যা হয়তো চাপা থাকত রঙিন বহিরঙ্গের আড়ালে।
কেমন ছিল সেই দুনিয়া। ১ লক্ষ ৬০ হাজার বর্গফুটে সেই গণিকাদের দুনিয়াই উঠে আসতে চলেছে। এমন এক অতিকায় সেট তৈরি করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। যিনি সবসময়ই একটা জাঁকজমকপূর্ণ সেট পছন্দ করেন তাঁর সিনেমায়। যা সিনেমার নাটকীয়তাকে আরও অনেকাংশে বাড়িয়ে দেয়।
হিরামান্ডি নামক স্থানের গণিকালয়ের কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। গণিকাদের দুনিয়ায় তাঁরাই রানি। এই দুনিয়াকে বাস্তবের রং দিতে অভিনয় করছেন, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শরমিন সেগল, সঞ্জিদা শেখ।
সঞ্জয় লীলা বনশালি তাঁর এই অতিকায় সেট নিয়ে বড়ই খুঁতখুঁতে। তাই নিজেই সেটের খুঁটিনাটির দিকে নজর রেখেছেন। যাতে কোথাও শৈল্পিক ও সময়োচিত পরিবেশনে কোনও ফাঁক না থাকে।
এছাড়া গণিকাদের ঝলমলে দুনিয়া তুলে ধরতে পোশাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন পরিচালক। পোশাক পরিকল্পনা করেছেন তিনি নিজেই। সেখানে কোনও খুঁত থাকুক তিনি চাইছেন না।
স্বাধীনতার আগে হিরামান্ডি নামক স্থানের গণিকালয়ের সংস্কৃতি তুলে ধরতে চাইছেন সঞ্জয় লীলা। অবশ্যই এই সিরিজে গণিকাদের দুনিয়ায় ঢুকে পড়েছে ১৯৪০-এর স্বাধীনতা সংগ্রামের কাহিনিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা