কদিন আগেই বিজেপিকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ১০৫ জন চিত্রপরিচালক। খোলাখুলি বিজেপির বিরুদ্ধে গিয়েছিলেন তাঁরা। এবার তার পাল্টা বিভিন্ন ক্ষেত্রের ৯০০ জন প্রথিতযশা শিল্পীর সংগঠন খোলাখুলি বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানাল। শিল্পীদের মধ্যে রয়েছেন পণ্ডিত যশরাজ, উস্তাদ গুলাম মুস্তাফা খান, শঙ্কর মহাদেবন, মালিনী অবস্তি, পণ্ডিত বিশ্বমোহন ভাট-এর মত বহু মানুষজন। ন্যাশনাল ফাস্ট কালেকটিভ নামে একটি সংগঠনের ব্যানারে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রেখেছেন তাঁরা।
তাঁদের মতে, গত ৫ বছরে ভারতে একটি দুর্নীতিমুক্ত ও উন্নয়নশীল প্রশাসন দেখা গিয়েছে। বিশ্বজুড়ে ভারতের সম্মান বেড়েছে। একেবারে নাম ধরেই তাঁরা জানিয়েছেন এই সময়ে তাঁদের মতে নরেন্দ্র মোদীকেই দরকার। বিবৃতি প্রকাশ করে শিল্পীরা জানিয়েছেন যখন সন্ত্রাসকে রোখার দরকার পরে তখন অসহায় সরকার নয়, শক্তিশালী সরকার দরকার।
খোলাখুলিই তাঁরা বিজেপিকে ভোট দিতে অনুরোধ করেছেন। ১০৫ জন চিত্রপরিচালকের বিজেপিকে ভোট না দেওয়ার খোলাখুলি অনুরোধও মানুষকে অবাক করেছিল। আর এদিনের ৯০০ শিল্পীর বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধও সকলকে অবাক করেছে। এভাবে বুদ্ধিজীবীদের খোলাখুলি কোনও দলের বিরোধিতা বা সমর্থন করতে এর আগে এমন বিশাল সংখ্যায় দেখেনি ভারত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)