রাজ, শাম্মি বা শশী কাপুর, কারও আসল নাম নয়, নামগুলি কি কি
রাজ কাপুর, শাম্মি কাপুর, শশী কাপুর। এঁদের কারও নামই কিন্তু আদপে এগুলো নয়। তাঁদের আসল নাম কি জানলে অবাক হবেন।
ভারতীয় সিনেমা জগতে কাপুর পরিবারের একটা বড় অবদান রয়ে গেছে। বলিউডে কাপুর পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজত্ব করেছে। এই কাপুর পরিবারের ৩ মাইলস্টোন অভিনেতা রাজ কাপুর, শাম্মি কাপুর এবং শশী কাপুর। একটা বড় সময় পর্দায় কাঁপিয়েছেন তাঁরা। ৩ জনই তাঁদের নিজস্ব ভঙ্গিমার হাত ধরে স্বতন্ত্র পরিচিতি পেয়েছেন।
এঁদের ৩ জনের অভিনয়ের ধরন আলাদা। অথচ ৩ জনই অভিনয় প্রতিভার জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। গোটা দেশ এই ৩ কাপুর অভিনেতাকে রাজ, শাম্মি এবং শশী নামেই চেনে। কিন্তু এঁদের আসল নাম মোটেও এগুলো নয়।
কাপুর পরিবারের ভারতীয় সিনেমায় পদার্পণ পৃথ্বীরাজ কাপুরের হাত ধরে। তাঁর সন্তান রাজ কাপুরের আসল নাম ছিল রণবীর।
ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর এখন পর্দায় কাপুর পরিবারের যোগ্য উত্তরসূরি হিসাবে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। কিন্তু রণবীর তাঁর ঠাকুরদার নাম ছিল। কিন্তু রাজ কাপুর নামে রণবীর রাজ কাপুর জনপ্রিয় হন।
কাপুর পরিবারের নিয়ম হল যাঁর যাই নাম হোক নামের মাঝে থাকবে রাজ। রাজ কাপুর সেই রাজটুকু নিয়েছিলেন। রণবীর রাজ কাপুর নয়।
আবার শাম্মি কাপুরের নাম শাম্মি ছিলনা, ছিল শমশের রাজ কাপুর। আর শশী কাপুরের নামও শশী ছিলনা, ছিল বলবীর রাজ কাপুর। কিন্তু তাঁকে আবার মানুষ চেনেন শশী কাপুর নামেই।