অভিনেতাদের জন্য ৪০ ফুট গভীর গর্ত কাটলেন সিনেমার পরিচালক
সিনেমায় একজন অভিনেতা কি করবেন, কেমন করে করবেন তা পরিচালকের দায়িত্ব। তা বলে অভিনেতাদের জন্য ৪০ ফুটের গর্ত খুঁড়লেন কেন পরিচালক?
সিনেমায় তারকা অভিনেতা রয়েছেন। তাঁর নামে সিনেমা অনেকটা বক্স অফিস পেয়ে যেতে পারে। বিষয়বস্তু বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। সেই কাহিনিতে অভিনেতারা যাঁদের চরিত্রে অভিনয় করবেন তাঁরা যে কি ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছিলেন তা অভিনেতাদের ঠিক করে ফুটিয়ে তোলাটা জরুরি ছিল।
পরিচালক চাইছিলেন পরিস্থিতি যেন ঠিকঠাক ফুটে ওঠে অভিনেতাদের মুখে চোখে শরীরে। সেটা করতে গিয়ে তিনি ৪০ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে ফেলেছেন। মাটির তলায় ৪০ ফুট নেহাত কম নয়।
পরিচালক টিনু সুরেশ দেশাই তৈরি করছেন ‘মিশন রানিগঞ্জ’। রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়া কিছু শ্রমিকের বাঁচার লড়াই এবং এক পাঞ্জাবি আধিকারিকের তাঁদের বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই নিয়েই জমাট বেঁধেছে এই সিনেমার গল্প।
পরিচালক চাইছিলেন সিনেমা তৈরির সময় খনির মধ্যে আটকে পড়া শ্রমিকদের যন্ত্রণা, তাঁদের শ্বাসকষ্ট, দমবন্ধ পরিস্থিতি কেমন হয়েছিল তা কিছুটা হলেও অভিনেতাদের অনুভব করাতে।
তাই তিনি ৪০ ফুটের একটি গর্ত খুঁড়ে তার তলায় অভিনেতাদের নামিয়ে দিয়েছিলেন। যাতে তাঁরা সেখানে নামার পর বুঝতে পারেন শ্রমিকদের কতটা কষ্ট হচ্ছিল সে সময়।
যদিও পরিচালক জানান এই ৪০ ফুটও গভীর কিছু নয়, কারণ এরও ১০ গুণ নিচে আদপে শ্রমিকরা আটকে পড়েছিলেন। যাঁদের উদ্ধার করেন যশবন্ত সিং গিল নামে এক আধিকারিক। যে চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা অক্ষয় কুমার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা