Entertainment

ননদ করিনাকে শোয়ের মাঝেই খোঁচা আলিয়ার

সম্পর্কে করিনা কাপুর খান ও রণবীর কাপুর তুতো ভাইবোন। আলিয়া আবার রণবীরের স্ত্রী। সেইসূত্রে করিনা ও আলিয়া ননদ, বৌদি। সেই ননদকে শোয়ের মাঝেই খোঁচা আলিয়ার।

করণ জোহরের শোতে হাজির হয়েছিলেন করিনা কাপুর খান ও আলিয়া ভাট। ২ জনই বলিউডের প্রথমসারির তারকা। আবার ২ জন সম্পর্কে ননদ বৌদিও। সম্পর্কে করিনা কাপুর খান ও রণবীর কাপুর তুতো ভাইবোন। আলিয়া আবার রণবীরের স্ত্রী।

সেইসূত্রে করিনা ও আলিয়া ননদ, বৌদি। এবার করণের শোয়ের মাঝেই লেগে গেল ২ জনের মধ্যে। এই ঝগড়ার কারণ অবশ্য রাহা। রাহা মানে রণবীর ও আলিয়ার সন্তান।

করিনা দাবি করেন রাহা একেবারে রণবীরের মত দেখতে হয়েছে। যা শুনে তৎক্ষণাৎ তা নস্যাৎ করে দেন আলিয়া। তিনি বলেন, ওটা করিনারই একমাত্র মনে হয়।

পাল্টা করিনা জানান, কিন্তু রাহা সত্যিই রণবীরের মত দেখতে। রণবীর নাকি ছোটবেলায় একদম রাহা মত ছিলেন। কিন্তু সেটা মেনে নেননি আলিয়া। তিনি বলেন, রাহা কারও মতই নয়। আবার সকলের মতই কিছু কিছু ভাব আছে তার মধ্যে।


আলিয়া এটাও জানান, যখন ভোরে কেউ কোথাও থাকেনা, তখন তিনি রাহার সঙ্গে বসে গল্প করেন। তিনি নানা কথা বলতে থাকেন। রাহা সেটা শুনতে থাকে। মা ও সন্তানের এই কথোপকথনের কথা এবার সকলের সামনে জানালেন আলিয়া।

এদিকে রণবীর ও আলিয়া ২ জনই তাঁদের মেয়েকে সকলের সামনে আনায় আগ্রহী নন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের মেয়ের একটি ছবি ছড়িয়ে পড়ায় কার্যতই ভেঙে পড়েন আলিয়া। সেকথাও জানান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button