Entertainment

১০০ টাকায় নেমে এল অ্যানিম্যাল সিনেমার টিকিটের দাম, রয়েছে কারণ

ভারতের আনাচেকানাচে কান পাতলেই এখন কানে বাজছে জামাল কুদু গান। অথচ সেই সুপারহিট সিনেমা অ্যানিম্যাল-এর টিকিটের দাম ১০০ টাকায় নেমে এল।

এখন ভারতের মাল্টিপ্লেক্সে সিনেমার টিকিটের দাম কত তা অনেকেরই জানা। সেখানে রণবীর কাপুর, ববি দেওল, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত অ্যানিম্যাল সিনেমার টিকিটের দাম কেমন হতে পারে তা আন্দাজ করা যায়। সেই অ্যানিম্যাল সিনেমার টিকিটের দাম নেমে এল ১০০ টাকায়।

এখন কেউ সিনেমাটি দেখতে চাইলে ১০০ টাকা খরচ করলেই সিনেমা হলে দেখতে পারবেন। ৫০০ কোটির ব্যবসা করে ফেলা কোনও সিনেমা যে তার টিকিটের দাম ১০০ টাকায় নামিয়ে আনে তা ইদানিংকালে দেখা যায়নি।


অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর ৩ সপ্তাহ কাটিয়ে ফেলেছে। যে সিনেমার একটি গান এখন ভারতের আনাচেকানাচে বেজেই চলেছে। সিনেমার সঙ্গে জামাল কুদু গানও সুপারহিট। এতটা সফল সিনেমার টিকিটের দাম ১০০ টাকায় নেমে এল।

এটা দর্শকদের যেমন আনন্দ দিয়েছে, তেমনই অবাক করেছে। ৩ ঘণ্টার এই ম্যারাথন সিনেমা প্রধানত অ্যাকশন ধর্মী। যাঁরা এতদিন টিকিটর চড়া দামের জন্য সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখার ইচ্ছা প্রশমিত করছিলেন বা যাঁরা কবে এটি ওটিটি-তে রিলিজ হবে, তখন দেখবেন, ভেবে বসেছিলেন তাঁরাও এখন অনেকেই ১০০ টাকা দিয়ে সিনেমাটি অবসর সময়ে সিনেমা হলে বসে দেখা পছন্দ করবেন।


মনে করা হচ্ছে আরও বেশি করে দর্শককে এই সিনেমা দেখার সুযোগ করে দিতে এভাবে টিকিটের দাম ১০০ টাকায় নামিয়ে আনলেন অ্যানিম্যাল নির্মাতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button