এবার সিনেমার পর্দায় সন্দেশখালি, নারী দিবসে জানা গেল মুক্তির সময়
বাংলার সন্দেশখালি এখন সর্বভারতীয় খবরে পরিণত হয়েছে। রাজনীতি আবর্তিত হচ্ছে সন্দেশখালিকে সামনে রেখে। এবার সন্দেশখালি নিয়ে হচ্ছে সিনেমাও।
সন্দেশখালি সারা ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। রেশন দুর্নীতির তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের ওপর চড়াও হওয়ার ঘটনা দিয়ে সামনে আসে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির নাম। সেদিন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে প্রহারের শিকার হন ইডি আধিকারিকরা। সংবাদে উঠে আসে সন্দেশখালির নাম।
তারপর কেঁচো খুঁড়তে কেউটের মত একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। এলাকার অনেকেই সাহস করে মুখ খোলা শুরু করেন। যেখানে নারীর প্রতি অসম্মান, অত্যাচার, ভীতি প্রদর্শনের একের পর এক অভিযোগ সামনে আসে।
শাসক তৃণমূলের ছত্রছায়ায় থাকা শাহজাহানকে নিয়ে কোণঠাসা অবস্থায় পড়ে তৃণমূলও। তারপর শাহজাহানকে গ্রেফতার করতে না পারা। অবশেষে তাঁকে গ্রেফতার করতে পারা।
তারপর তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া। এসব ঘটনাপরম্পরায় এখনও বাংলার রাজনীতি সন্দেশখালি ঘিরে সরগরম। এই অবস্থায় এবার সন্দেশখালি নিয়ে সিনেমার পোস্টারও সামনে এসে পড়ল।
সন্দেশখালি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। পরিচালনা করছেন সৌরভ তিওয়ারি। সিনেমার অভিনেতা অভিনেত্রীও স্থির হয়ে গেছে। সিনেমাটি যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে তাও পরিস্কার করে দেওয়া হয়েছে।
এমনকি সিনেমাটি কখন মুক্তি পাচ্ছে তাও ঘোষণা হয়ে গেছে। চলতি বছরে সন্দেশখালি নিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছেনা। ২০২৫ সালে মুক্তি পাবে সিনেমাটি। সমাজ মাধ্যমে এই সিনেমার টিজারও ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে।
লোকসভা ভোটের মুখে সন্দেশখালি নিয়ে অস্বস্তিতে রয়েছে তৃণমূল। এবার সিনেমার পর্দাতেও সন্দেশখালি। এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা