৫ কোটি টাকায় বিক্রি হল ১টা কাঠের ভাঙা তক্তা
নিলামে উঠল ১টা কাঠের তক্তা। তাও আবার ভাঙা। সেই ভাঙা তক্তাটি বিক্রিও হল ৫ কোটি টাকায়। ১টা কাঠের তক্তার এতটা মহার্ঘ্য হয়ে ওঠার পিছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে।
বলা হয় বিংশ শতাব্দীর সেরা সিনেমাটি তৈরি হয়েছিল ১৯৯৭ সালে। জেমস ক্যামেরনের তৈরি টাইটানিক সিনেমা শিল্পের এক অবিস্মরণীয় সৃষ্টি হয়ে থেকে গেল। সেই টাইটানিক সিনেমার শেষের দৃশ্যে টাইটানিক ডুবে গেছে। অনেকেই বরফ শীতল জলে হাবুডুবু খেতে খেতে বাঁচার লড়াই চালাচ্ছেন।
সেই সময় সিনেমার নায়ক জ্যাক অর্থাৎ লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর প্রেমিকা রোজকে বাঁচানোর জন্য টাইটানিক থেকে ভেঙে আসা একটি ভাসমান দরজার টুকরোতে তুলে দেয়। যাতে অন্তত ঠান্ডা জল থেকে রোজ বাঁচতে পারে।
রোজকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দেয় জ্যাক। ডুবে যায় চিরদিনের মত। টাইটানিক সিনেমায় যে কাঠের খণ্ডটির ওপর রোজ অর্থাৎ কেট উইন্সলেট ভাসছিলেন, সেই টুকরোটি এবার নিলামে উঠল। আর তা বিক্রি হল ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকায়।
এই নিলামে বিভিন্ন বিখ্যাত সিনেমায় ব্যবহৃত মনে রাখার মত জিনিসের নিলাম হয়। লস অ্যাঞ্জেলসের হেরিটেজ অকশনস-এ মোট ১৬টি এমন জিনিস নিলাম হয়েছে।
যে তালিকায় হ্যারিসন ফোর্ড অভিনীত আরেক বিখ্যাত সিনেমা ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্যা টেম্পল অফ ডুম-এ হ্যারিসনের ব্যবহার করা একটি চাবুকও ছিল।
যাঁরা সিনেমাটি দেখেছেন তাঁরা সেই চাবুকের কথাও মনে রেখেছেন। যা কিন্তু দামে টাইটানিকের ওই কাঠের টুকরোর সঙ্গে এঁটে উঠতে পারেনি।
সবচেয়ে বেশি দামে টাইটানিকের সেই ভাসমান কাঠের টুকরো বিক্রি হলেও টাইটানিকে সেই কাঠের ওপর শুয়ে থাকা রোজের পরনের পোশাকটি অত দাম পায়নি। তা নিলাম হয়েছে ৯৯ লক্ষ টাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা