অনুরাগ বসু, রাধিকা আপ্টে, অরিজিৎ সিং, শান-এর হাত ধরে রবীন্দ্রনাথ এবার তামিল ও ইংরাজিতে
আগামী ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী। কবিগুরুর এই জন্মবার্ষিকীকে সামনে রেখে এবার তাঁর বিভিন্ন গল্প নিয়ে অডিও ভিজুয়াল সিরিজ আসছে ইংরাজি ও তামিল ভাষায়। হিন্দিতে এমনিতেই রয়েছে এই সিরিজ। ২৬টি গল্প নিয়ে এই সিরিজের পরিচালনা করেছেন বিশিষ্ট চিত্রপরিচালক অনুরাগ বসু। অভিনয়ে রয়েছেন রাধিকা আপ্টে, সুমিত ব্যাস, অমৃতা পুরী-র মত অভিনেতা অভিনেত্রীরা। সুর দিয়েছেন অরিজিৎ সিং, শান ও শাল্মলী খোলগাড়ে। সেই হিন্দিতে তৈরি সিরিজের এবার ইংরাজি ও তামিল রূপ সামনে আসছে।
আরও বেশি মানুষের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। অভিনেতা সুমিত ব্যাসের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সকলেই জানেন। কিন্তু তাঁর কাজ কতজনই বা জানেন। দেশের দর্শন ও সংস্কৃতির প্রতিফলন রয়েছে তাঁর লেখায়। তা আরও বেশি মানুষের কাছে পৌঁছনো জরুরি বলে মনে করেন তিনি।
এপিক-এ এই সিরিজ দেখতে পাওয়া যাবে। এপিক কর্তৃপক্ষও মনে করছে হিন্দি সিরিজটি থেকে ইংরাজি ও তামিল ভার্সন তৈরি হওয়ায় তা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা