পঞ্চায়েত ওয়েব সিরিজের ফুলেরা গ্রাম কি বাস্তবে আছে, থাকলে কোথায়, সামনে এল সত্যি
ইতিমধ্যেই বিখ্যাত পঞ্চায়েত ওয়েব সিরিজ। যে কাহিনি ফুলেরা নামে একটি গ্রাম পঞ্চায়েতকে ঘিরে আবর্তিত হচ্ছে। সেই ফুলেরার সত্য এবার সামনে এল।
ফুলেরা নামে একটি নগর সত্যিই রয়েছে ভারতে। রাজস্থানের জয়পুর জেলার কাছেই রয়েছে ফুলেরা নগর। গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনও। কিন্তু তা তো পঞ্চায়েত ওয়েব সিরিজে দেখানো গ্রাম নয়। আবার পঞ্চায়েত ওয়েব সিরিজে যে ফুলেরা নামে গ্রাম পঞ্চায়েতকে দেখানো হয়েছে তা দেখানো হয়েছে উত্তরপ্রদেশে।
কিন্তু যে ফুলেরা নামে গ্রাম পঞ্চায়েতকে উত্তরপ্রদেশে বলে দেখানো হয়েছে তেমন কোনও গ্রাম পঞ্চায়েত উত্তরপ্রদেশে নেই। এমনকি ওরকম কোনও গ্রামও নেই, যেখানে শ্যুটিং হয়েছে। এখন প্রশ্ন হল তাহলে পঞ্চায়েত ওয়েব সিরিজের ফুলেরা কোথায়? কোথায় হয়েছে এর শ্যুটিং।
এতদিনে সামনে এল সেই তথ্য। মধ্যপ্রদেশ পর্যটন হালে ইন্সটাগ্রামে ফুলেরার ছবি দিয়ে জিজ্ঞেস করেছিল কেউ এই গ্রামটিকে চিনতে পারছেন কিনা? যার অনেক উত্তর আসে।
মধ্যপ্রদেশ পর্যটন জানিয়েছে অনেকেই ঠিক উত্তর দিয়েছেন। মধ্যপ্রদেশে রয়েছে মাহোদিয়া গ্রাম। এই গ্রামই আসলে পঞ্চায়েত ওয়েব সিরিজে দেখানো ফুলেরা গ্রাম। মধ্যপ্রদেশের সেহোর জেলায় এই মাহোদিয়া গ্রামটি অবস্থিত। যেখানে গেলে যে কেউ বলবেন আরে এটাই তো পঞ্চায়েতের ফুলেরা গ্রাম!
পঞ্চায়েত ওয়েব সিরিজে দেখানো ফুলেরা গ্রাম পঞ্চায়েত গ্রামীণ জীবনের এমন কিছু নিত্যদিনের ঘটনার কথা তুলে ধরেছে যা গ্রামের মানুষ খুব সহজেই চিনতে পারেন।
শুধু গ্রাম বলেই নয়, সমস্যা বা ঘটনাগুলি এমনভাবেই সাজানো হয়েছে যে তা দেখে শহর, গ্রাম সব জায়গার মানুষই বুঝতে পারবেন, চিনতে পারবেন।