Entertainment

সিনেমা দেখতে এল ২০০-র ওপর কুকুর, তাও মনখারাপ আয়োজকদের

সিনেমা দেখতে সকলেই ভালবাসেন। তবে এই সকলটা মানুষ। অন্য কোনও প্রাণি নয়। তবে তার ব্যতিক্রমও রয়েছে। ২০০-র ওপর কুকুর এবার মন দিয়ে দেখল তাদের কথা।

সিনেমার পর্দায় নিজেদের দুনিয়ার কথা দেখতে পেলে সকলেরই ভাল লাগে। তা কুকুররাই বা বাদ যাবে কেন! তাই তারা এসেছিল তাদের নিয়ে তৈরি একটি তথ্যচিত্র ‘ইনসাইড দ্যা মাইন্ড অফ এ ডগ’ দেখতে। মানে একটি কুকুরের মনের কথা।

সে তো তাদরেই মনের কথা। তাই তারা বিশাল পর্দায় চলা তাদের কথা বেশ মন দিয়েই উপভোগ করল। একটানা দেখার ধৈর্য না থাকলেও প্রত্যেকেই সেটি দেখে। একা অবশ্য আসেনি কেউই। সকলের সঙ্গেই ছিলেন তাদের মনিবরা।

পর্দায় এই চলচ্চিত্র দেখার জন্য তাদের অবশ্য আসন দেওয়া হয়নি। বরং একটি বিশাল হলঘরে এই বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট-এর মিডলবারি-র একটি স্পোর্টস সেন্টারে এই আয়োজন হয়েছিল।

এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল অন্য। যিনি তথ্যচিত্রটি তৈরি করেছেন তাঁর স্ত্রীই ছিলেন উদ্যোক্তা। তাঁর লক্ষ্য ছিল বিশ্বে প্রথম হওয়ার রেকর্ড গড়া। কিন্তু তার জন্য ২২০টি কুকুরের এই প্রদর্শনে যোগ দেওয়ার দরকার ছিল।


রেজিস্ট্রেশন হয়েছিল ২৮০টির। কিন্তু শেষপর্যন্ত তাদের সারমেয়দের সিনেমা দেখতে নিয়ে আসেন ২১০ জনই। ফলে অধরা রয়ে গেল ২২০। তাই এতকিছু করেও মনখারাপ আয়োজকদের।

২২০টি হলে তাঁরা খুশি হতেন কেন? কারণ ২০২৩ সালে এভাবেই ‘প পেট্রল’ নামে একটি সিনেমা দেখানোর আয়োজন হয়েছিল। যা দেখতে ২১৯টি কুকুর তাদের মনিবের সঙ্গে হাজির হয়েছিল। সেই সংখ্যাকে এত আয়োজন করেও টপকাতে পারলেননা আয়োজকরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button