একটা টুপি বিক্রি হল ৫ কোটি ২৮ লক্ষ টাকায়, কি আছে এই টুপিতে
একটা টুপি। বেশ দেখতে। কিন্তু তার দাম আর যাই হোক ৫ কোটি ২৮ লক্ষ টাকা হতে পারেনা। তাহলে কেন এত দাম, সেখানেই লুকিয়ে আছে আসল কাহিনি।
আপাত দৃষ্টিতে একটি টুপি। এই ধরনের টুপিকে বলা হয় ফিডোরা। এটা ভাবার কোনও কারণ নেই যে সব ফিডোরা টুপির দাম কোটি কোটি টাকা হয়। তবে একটি ফিডোরা টুপি বিক্রি হয়ে গেল ভারতীয় মুদ্রায় ৫ কোটি ২৮ লক্ষ টাকায়। কারণ নিলামে সেই দামই উঠেছে।
হলিউডে যে কয়েকটি সিনেমা কালজয়ী হয়ে আছে তার একটি অবশ্যই ইন্ডিয়ানা জোন্স। এই ইন্ডিয়ানা জোন্সের একটিতে ভারতের এক বিখ্যাত অভিনেতা ওমরেশ পুরীকে খলনায়কের চরিত্রে দেখতে পাওয়া যায়।
‘টেম্পল অফ ডুম’ নামে সেই সিনেমার শ্যুটিংয়ের অনেকটাই হয়েছিল শ্রীলঙ্কায়। ইন্ডিয়ানা জোন্স-এর ৪টি সিনেমা হল মাতিয়েছে। হিরো বিখ্যাত হলিউড তারকা হ্যারিসন ফোর্ড।
এই টেম্পল অফ ডুম সিনেমায় তাঁর মাথায় দেখা গিয়েছিল এই ফিডোরা টুপি। সেই ফিডোরা টুপিটিই এবার নিলামে উঠেছিল। মার্কিন মুলুকে হওয়া এই নিলামে হ্যারিসন ফোর্ডের মাথায় থাকা টেম্পল অফ ডুম সিনেমার সেই ফিডোরা টুপিটি ছিল অন্যতম আকর্ষণ।
অনেকেই সেটি কেনার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে ৬ লক্ষ ৩০ হাজার ডলারে সেটি বিক্রি হয়। হ্যারিসন ফোর্ডের মাথায় যে টুপিটি থাকত সেটি কয়েকবার স্টান্ট পারফর্মার ডিন ফেরানদিনি-র মাথায়ও ওঠে।
যখন তিনি হ্যারিসন ফোর্ডের হয়ে স্টান্টে অভিনয় করেছিলেন। ১৯৮৪ সালে এই সিনেমাটি মুক্তি পায়। তারপর থেকে টুপিটি ফেরানদিনি-র কাছেই ছিল। এবার সেটি নিলাম হয়ে গেল।