টালিগঞ্জ পাড়া বললেই যেটা বাঙালির মনে আসে সেটা হল বিনোদন জগত। সে বড় পর্দা হোক বা ছোট পর্দা, গ্ল্যামারের ঝলকানি। বিনোদনের রান্নাঘর। সেই বাংলা বিনোদন জগতেও এবার পা রাখল বিজেপি। সরাসরি না হলেও বিজেপি প্রভাবিত সংগঠন জন্ম নিল গত শনিবার। যার মাথা হলেন কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া ডিজাইনার অগ্নিমিত্রা পল। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এন্ড কালচারাল কনফেডারেশন নামে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গত শনিবার। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন অগ্নিমিত্রা পল। দিলীপবাবুকে পাশে নিয়ে তিনি দাবি করেন, বাংলা বিনোদন জগতে অনেক প্রতিভাবান কাজ পান না। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাব রয়েছে এখানে। তারা যাঁদের কাজ দিতে বলে তাঁরা কাজ পান। ওই রাজনৈতিক দলের ঘনিষ্ঠরাই এখানে কাজ পাচ্ছেন। তাঁদের সংগঠন বিনোদন জগতে এসব হতে না দিয়ে প্রতিভাবানদের পাশে থাকবে। এখানে সমানাধিকার চালু করবে। এখন বাংলা বিনোদন জগতে কোনও স্বাধীনতা নেই বলেও জানান অগ্নিমিত্রা। তৃণমূলের নাম না করলেও তিনি যে তৃণমূলকেই কাঠগড়ায় চাপিয়েছেন তা বুঝতে কারও সমস্যা হয়নি। যদিও তিনি ফের বলেন এই সংগঠন একেবারেই অরাজনৈতিক একটি সংগঠন হিসাবে কাজ করবে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই সংগঠন অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষজনের সুখ দুঃখে তাঁদের পাশে থাকবে। সে সিনেমা হোক, টিভি হোক বা থিয়েটার, সেখানকার সব ধরণের সমস্যা দূর করবে এই সংগঠন। প্রয়োজনে সমস্যার কথা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এদিকে এই সংগঠন চালু হাওয়ার আগেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে বিজেপি বিনোদন জগতে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। তার উত্তরে এদিন অগ্নিমিত্রা পল বলেন, তাঁরা এখানে প্রচলিত রাজনৈতিক প্রভাবকে ভাঙতে চাইছেন। যে কাজে তাঁরা পাশে পেয়েছেন দিলীপ ঘোষ বা বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে।