সিংহের সিনেমায় সুপারস্টারদের ভিড়, ২ ছেলেকে নিয়ে থাকছেন শাহরুখ খান
বিশ্ববিখ্যাত সিনেমা দ্যা লায়ন কিং। সেই সিনেমার অন্যতম প্রধান চরিত্র মুফাসা। তার গলাটা শাহরুখ খান দিচ্ছেন। অন্য ২ চরিত্রে শাহরুখের ২ ছেলে। তেলেগুতে আবার অন্য সুপারস্টার।
বিদেশে তৈরি একটি সিনেমায় ভারতীয় সুপারস্টারদের ছড়াছড়ি। তবে সে সিনেমায় মানুষ নেই। সিনেমাটি অ্যানিমেটেড। তাহলে সুপারস্টারের কাজ কি! সুপারস্টারের কাজ আছে। যে কারণে শাহরুখ খানও আছেন এই সিনেমায়।
আবার সুপারস্টার মহেশ বাবুও আছেন এই সিনেমায়। ‘মুফাসা: দ্যা লায়ন কিং’ সিনেমাটি ডিসেম্বরের ২০ তারিখ ভারতে মুক্তি পাচ্ছে। ইংরাজিতে তো মুক্তি পাচ্ছেই। তার সঙ্গে মুক্তি পাচ্ছে হিন্দি, তেলেগু ও তামিল ভাষায়।
হিন্দিতে এই সিনেমার প্রধান চরিত্র মুফাসা-র গলাটি শাহরুখ খানের। তাঁর ২ ছেলে আরিয়ান খান এবং আব্রাম খানও গলা দিচ্ছে। আরিয়ান খান সিম্বা-র চরিত্রে ও মুফাসার ছোটবেলাটায় গলা দিচ্ছে আব্রাম খান।
এছাড়া বলিউড তারকা শ্রেয়স তালপাড়ে টাইমন-এর চরিত্রে, সঞ্জয় মিশ্র মুম্বা-র চরিত্রে, মকরন্দ দেশপাণ্ডে রাফিকি-র চরিত্রে গলা দিচ্ছেন। এই সিনেমা তেলেগু ভাষাতেও মুক্তি পাচ্ছে।
তেলেগুতে মুফাসা আবার তেলেগু সুপারস্টার মহেশ বাবুর গলায়। আবার তামিল তারকা অর্জুন দাস গলা দিচ্ছেন তামিল ভাষার ‘মুফাসা: দ্যা লায়ন কিং’ সিনেমার মুফাসার চরিত্রে।
জঙ্গলের রাজা সিংহ। সেই সিংহরাজ হওয়া কেমন করে সম্ভব হল মুফাসা-র। সেটা এই কাহিনির বড় পাওনা। কারণ লায়ন কিং সিনেমাটি আগেই পর্দায় মুক্তি পেয়েছে। সে কাহিনি সকলের জানা।
ফলে সকলে মুফাসা-র সঙ্গে পরিচিত। এবার সেই মুফাসা-কে আলাদা করে অনেক বেশি চেনার সুযোগ পাবেন সব বয়সের মানুষ। শীতের পোশাকে শরীর মুড়ে টানটান সেই কাহিনি দেখার সুযোগ মিলবে ডিসেম্বরের শেষে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা