অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদের জল্পনায় নয়া মোড়, কেন্দ্রে একটি ছবি
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের কি বিবাহবিচ্ছেদ হচ্ছে? এ প্রশ্ন এখন মুখে মুখে ঘুরছে। সেই জল্পনা এবার নয়া মোড় নিল একটি ছবিকে কেন্দ্র করে।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই আলাদা থাকেন। মেয়ে আরাধ্যা অবশ্য মায়ের সঙ্গেই থাকে। এমনও কানাঘুষো শোনা যায় যে ঐশ্বর্যর সঙ্গে ননদ শ্বেতা নন্দার সম্পর্ক একেবারেই ভাল নয়। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গেও নাকি তেমন বনে না ঐশ্বর্যর।
পরিস্থিতি এমন জায়গায় নাকি পৌঁছয় যে এখন ঐশ্বর্য আলাদা থাকছেন। তবে কি এসবকে কেন্দ্র করে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। বাবার জন্মদিন পালনের ছবিতে ঐশ্বর্য তাঁর বাবা মা এবং মেয়ের ছবি দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন অভিষেক সেই অনুষ্ঠানে ছিলেননা।
আবার আর এক ছবিতে ঐশ্বর্য মেয়ে আরাধ্যার জন্মদিনের ছবিও দিয়েছেন। যেখানে তিনি মেয়ের সঙ্গে ছবি দিলেও সেখানে অভিষেক ছিলেননা। সত্যিই কি অভিষেক ছিলেননা? মেয়ের জন্মদিনে বাবাই অনুপস্থিত? নাকি তাঁকে ডাকা হয়নি?
সম্পর্ক কি এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে? এসব প্রশ্ন যখন হাওয়ায় ঘুরছে, ঠিক তখনই আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে।
যেখানে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে অভিষেক বচ্চনকেও দেখা গেছে। আরাধ্যা কেবল মা নয়, তার বাবার সঙ্গেও নিজের টিন এজে প্রবেশের জন্মদিনটা পালন করেছে।
১৩ বছরে পা রাখা আরাধ্যার জন্মদিনে অভিষেক যে হাজির ছিলেন ওই ছবি থেকে স্পষ্ট। ফলে যে জল্পনা চলছিল তাতে নয়া মোড় এসেছে। এখন প্রশ্ন ঘুরছে যে যদি অভিষেক মেয়ের জন্মদিনে ছিলেনই, তখন কেন ঐশ্বর্য কেবল আরাধ্যা ও তাঁর মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। কেন অভিষেক ফ্রেমে ধরা পড়েননি।
যদি তিনি অনুষ্ঠানে এসেই থাকেন, তাহলে আরাধ্যার বাবা মায়ের সঙ্গে ফটো নেই কেন? এসব প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে অভিষেকের এই মেয়ের জন্মদিনে অংশ নেওয়া কিন্তু ঐশ্বর্য ও অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনায় নয়া মোড় দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা