এই প্রথম কোনও সিনেমা হলে নয়, একটি সিনেমা মুক্তি পেল মহাকুম্ভ মেলায়
সিনেমা বিভিন্ন সিনেমা হলে মুক্তি পায়। এটাই চিরাচরিত। যা আজও চলে আসছে একইভাবে। এই প্রথম কোনও সিনেমা মুক্তি পেল মহাকুম্ভ মেলার প্রাঙ্গণে।
মানুষের জীবনে সিনেমা বিনোদনের এক অন্যতম স্তম্ভ। সিনেমা দেখে মনকে চাঙ্গা করে নেওয়া শতাধিক বছর ধরে চলে আসছে বিশ্বজুড়ে। ভারতে সিনেমাপ্রেমী মানুষের সংখ্যা গুনে শেষ করা যাবেনা।
ভারতে সাধারণভাবে কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় শুক্রবার। সপ্তাহান্তে সিনেমা মুক্তির এই পরম্পরাও আজকের নয়। সপ্তাহের মাঝে না করে সপ্তাহের শেষে সিনেমা মুক্তি পেলে মানুষের হাতে সময় বেশি থাকে।
তাঁরা হলে সিনেমাটি দেখতে হাজির হতে পারেন। কিন্তু ভারতে কোনও সিনেমা মুক্তি পাওয়া মানে তা সিনেমা হলেই মুক্তি পেয়ে এসেছে। এবার প্রথম কোনও সিনেমা প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেল কুম্ভমেলায়।
মহাকুম্ভ মেলায় এটাও এক নতুন ইতিহাস লিখল। ভারত ও জাপানের যৌথ উদ্যোগে তৈরি অ্যানিমেটেড সিনেমা ‘রামায়ণ: দ্যা লেজেন্ড অফ প্রিন্স রামা’ মুক্তি পেল মহাকুম্ভের প্রাঙ্গণে। যেখানে ২০০ স্কুল ছাত্রকে এই সিনেমাটি দেখানো হয়।
আর সেই শোয়ের মধ্যে দিয়েই এই সিনেমাটি ভারতে তার যাত্রা শুরু করল। অবশ্যই এরপর মানুষ হলে গিয়েই এই সিনেমা দেখার সুযোগ পাবেন। তবে তার আগে মহাকুম্ভ মেলায় এই সিনেমার মুক্তি অবশ্যই একটি বিশেষত্বের দাবি রাখে।
বাল্মীকি রামায়ণের ভিত্তিতে তৈরি এই সিনেমার শব্দ ভারতে তৈরি হয়েছে। ছবির দিকটা অধিকাংশই জাপানি প্রযুক্তি ও শিল্পের হাত ধরে হয়েছে। তবে মহাকুম্ভে এভাবে একটি সিনেমার মুক্তি অবশ্যই এবারের মহাকুম্ভ মেলায় ইতিহাস রচনা করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা