Entertainment

ভারতীয় সিনেমায় প্রথম চুম্বনদৃশ্য, সাদা কালো সিনেমার যুগে আলোড়ন ফেলেছিল

ভারতীয় সিনেমায় চুম্বনদৃশ্য প্রথম ছিল দীর্ঘ সময়ের। সাদা কালো সিনেমার যুগে এমন বলিষ্ঠ দৃশ্য সিনেমার পর্দায় কার্যত ছিল ভাবনার অতীত।

ভারতীয় সিনেমায় চুম্বনদৃশ্য এখন অনেকটাই অহরহ হয়ে পড়েছে। কিন্তু যাঁরা ৮০ বা ৯০-এর দশকেও সিনেমা দেখতেন তাঁরা জানেন, তখনও সিনেমায় চুম্বন সেভাবে দেখান হত না। অথচ ভারতীয় সিনেমায় চুম্বনদৃশ্য আলোড়ন ফেলেছিল তার চেয়েও বহুযুগ আগে।

যে সময় সেই দীর্ঘসময়ের চুম্বনদৃশ্য চিত্রায়িত হয়েছিল, সে সময় ভারতীয় দর্শক সিনেমায় চুম্বন কার্যত ভাবতেই পারতেন না। সময়টা ১৯৩৩ সাল। সে সময় একটি সিনেমা মুক্তি পায়। নাম ‘কর্ম’।


রাজ পরিবারের ওপর তৈরি সেই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন হিমাংশু রায় এবং দেবিকা রানি। সেখানেই সিনেমার একদম শেষে পৌঁছে ছিল চুম্বনদৃশ্য। সাপের ছোবল খাওয়া হিমাংশু রায় প্রায় অচেতন। সেই সময় দেবিকা রানি তাঁকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন।

Entertainment News
দেবিকা রানি ও হিমাংশু রায়ের চুম্বনদৃশ্য, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এই দৃশ্য প্রায় ৪ মিনিট ধরে চলেছিল। বলা হয় সেটাই ছিল ভারতীয় সিনেমার সবচেয়ে দীর্ঘ চুম্বনদৃশ্য। যদিও একটানা সে চুম্বন চলেনি। এই দৃশ্য যে ১৯৩৩ সালে ভারতীয় কোনও সিনেমায় দেখা যেতে পারে সেটা কার্যত ভাবনার বাইরে ছিল ভারতীয় দর্শকের।


সে সময় বাস্তব জীবনেই সবে বিয়ে করেছিলেন হিমাংশু রায় এবং দেবিকা রানি। বাস্তব জীবনের স্বামীস্ত্রীর প্রেম পর্দায় সেই চুম্বনদৃশ্যকে আরও প্রাণবন্ত ও সাবলীল করে তুলেছিল।

এই চুম্বনদৃশ্যের হাত ধরেই এই সিনেমা শেষ হয়। কর্ম তাই ভারতীয় সিনেমার ইতিহাসে এক অধ্যায় হয়ে আছে। ১৯৩৩ সালের সেই চুম্বনদৃশ্য আজও ভারতীয় সিনেমা চর্চায় বারবার আলোচ্য হয়ে ওঠে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button