ভারতের বাইরে বলিউডের একটা বড় বাজার রয়েছে। অনেক দেশেই বলিউড সিনেমা চলে। সেখানকার মানুষ বলিউডের সিনেমা দেখতে পছন্দ করেন। কিন্তু সেভাবে কারও জানা ছিলনা যে ভারতীয় সিরিয়ালেরও বিভিন্ন দেশে এত কদর থাকতে পারে। বিশেষত তুরস্কে। তুরস্কের মানুষ ভারতীয় সিরিয়াল দেখতে পছন্দ করেন। ভারতীয় সিরিয়াল ‘ইস পেয়ার কো কেয়া নাম দুঁ’ তুরস্কের এখন সবচেয়ে বেশি টিআরপি-র সিরিয়াল। প্রেমের কাহিনির পরতে পরতে উৎরাই চড়াই, টানটান উত্তেজনা এই সিরিয়ালকে তুরস্কের সেরা সিরিয়াল করে দিয়েছে। সেখানকার মানুষ তুরস্কের নিজস্ব সিরিয়াল ফেলে এখন এই সিরিয়ালটি দেখছেন। বলা ভাল গিলছেন। আর সেকথা জানিয়েছেন খোদ তুরস্ক মিডিয়ার অন্যতম প্রধান মুখ ইয়েসিম।
দিল্লিতে এসে তুরস্কের চ্যানেল কানাল ১৭-এর ডেপুটি ম্যানেজার ইয়েসিম জানিয়েছেন, ‘ইস পেয়ার কো কেয়া নাম দুঁ’ সিরিয়ালটি তুরস্কের ভাষায় সেখানে ‘বির গারিপ আসক’ নামে চলে। ২০১৫ সালে সিরিয়ালটি দেখানো শুরু হয় বিকেল ৪ টেয়। একেবারেই নন প্রাইম স্লট। কিন্তু ওই সময়ে দেখানো সত্ত্বেও সিরিয়ালটি দারুণ টিআরপি পেতে শুরু করে। ফলে কানাল ১৭ চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটিকে রাত ৯টার প্রাইম স্লটে তুলে আনে। যা এখন তুরস্কে রমরমিয়ে চলছে।
তুরস্কে ভারতের আরও সিরিয়াল চলে। ডাবিং করে এসব সিরিয়াল সেখানে চালানো হয়। যারমধ্যে রয়েছে ‘উড়ান’, ‘এক বার ফির’, ‘বালিকা বধূ’, ‘সাথ নিভানা সাথিঁয়া’ সহ অনেক সিরিয়াল। কেন ভারতীয় সংস্কৃতির ওপর দাঁড়িয়ে থাকা সিরিয়ালগুলি তুরস্কে এত জনপ্রিয়? ইয়েসিম জানাচ্ছে, ভারতের পরিবার, তাদের বন্ধন, প্রেম, ভালবাসা সবের সঙ্গেই তুরস্কের জনজীবনের মিল রয়েছে। তাঁরা তাই এসব সিরিয়ালে দেখানো বিষয়গুলির সঙ্গে নিজেদের জীবনকে মেলাতে পারেন।
কিন্তু বালিকা বধূ-র মত সিরিয়াল কীভাবে সেখানে এত জনপ্রিয়? যে সিরিয়ালের মূল বিষয় হল বাল্যবিবাহ? ইয়েসিম জানান, তাঁদের দেশেও এই সমস্যা ছিল। এখন অবশ্য ব্যান হয়েছে বাল্যবিবাহ। কিন্তু তুরস্কের মানুষ তাঁদের পুরনো জীবন সম্বন্ধে জানেন। ফলে সেই সমস্যার সঙ্গে ভারতীয় এই সিরিয়ালে দেখানো বিষয়ের অনেক মিল খুঁজে পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা