একবিংশ শতাব্দীর এখনও অনেকটা পথ চলা বাকি। তবে যে পথটা অতিক্রম করে এসেছে তার মধ্যে বিশ্ব জুড়ে বহু সিনেমা নজর কেড়েছে। সিনেমার যে নান্দনিকতা তা পুরো দস্তুর ধরা পড়েছে সেসব সিনেমায়। সমালোচকরা তারিফ করেছেন। দর্শকরা তারিফ করেছেন। সেই তালিকা নেহাত ছোট নয়। তারমধ্যে থেকে সেরা ১০০টি সিনেমা বেছে নিল বিশ্বখ্যাত ‘দ্যা গার্ডিয়ান’ পত্রিকা। সেই তালিকায় ভারতের একটি মাত্র সিনেমা জায়গা পেয়েছে। যা কার্যত ভারতের সুবিশাল ফিল্ম ইন্ডাস্ট্রির মুখরক্ষা করেছে।
অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ সিনেমাটিকে প্রথম ১০০-র তালিকায় জায়গা দিয়েছে দ্যা গার্ডিয়ান পত্রিকা। যা নিয়ে উচ্ছ্বসিত অনুরাগ। সেটাই স্বাভাবিক। ২টি সিনেমা নিয়ে তৈরি গ্যাংস অফ ওয়াসিপুর আসলে একটিই গল্প। ধানবাদের একটি কয়লা মাফিয়া পরিবারের কাহিনি। ২০১২ সালে প্রকাশ পাওয়া এই সিনেমা দেখে অনেকেই তখন চমকে যান। সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয় অনেকেই সহ্য করতে পারেননি। রুক্ষ বাস্তবকে বড় বেশি বাস্তব করে তুলে ধরা হয় সিনেমায়।
তালিকায় ৫৯ তম সিনেমা হিসাবে জায়গা হয়েছে গ্যাংস অফ ওয়াসিপুর-এর। তবে অনুরাগের মতে, তাঁর পিছনেও এমন কিছু সিনেমা চলে গিয়েছে যা একটু আগে থাকলে ভাল হত। যদিও প্রথম হওয়া সিনেমাটি নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। অনুরাগের এই সিনেমার এমন এক আন্তর্জাতিক সম্মান অবশ্যই ভারতকে গর্বিত করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা