এক অতিকায় বোমার আতঙ্কে অভিনয় ফেলে প্রাণ বাঁচাতে পালালেন সিনেমার হিরো-হিরোইন। যে সে বোমা নয়। মনে করা হচ্ছে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। পড়েছিল একটি জনমানবহীন জায়গায়। সিনেমা করতে গিয়ে সেটি নজরে আসে। দ্রুত খবর যায় পুলিশে। বোমাটি নিষ্ক্রিয় করতে হাজির হন বম্ব ডিসপোজাল স্কোয়াডের বিশেষজ্ঞেরা। দ্রুত এলাকা ফাঁকা করে দেওয়া হয়। বোমার খবর পেতেই সিনেমার শ্যুটিং বন্ধ হয়ে যায়। দ্রুত সেট ছাড়েন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলী সকলেই।
শ্যুটিং হচ্ছিল ‘দ্যা ইটারনালস’ সিনেমার। মার্কিন মুলুকে ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তার আগে সিনেমার শ্যুটিংয়ের কাজ শেষ করার তাড়া রয়েছে। সেট তৈরি হয়েছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়েরতেভেনচুরা দ্বীপে। সেখানে আচমকাই বোমাটি নজরে পড়ে। তারপরই শ্যুটিং মাঝপথে থামিয়ে দ্বীপ ছাড়েন সিনেমার হিরো রিচার্ড ম্যাডেন ও হিরোইন অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের ২ প্রথমসারির তারকা এলাকা ছাড়ার পর অন্যদেরও এলাকা ফাঁকা করতে বলেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের বিশেষজ্ঞেরা।
পুলিশ জানাচ্ছে বোমাটি নাজিদের ফেলা বোমা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা। তখন ফেলা হলেও ফাটেনি। তারপর থেকে এখানেই পড়ে আছে। তবে হাত দিলে যে কোনও মুহুর্তে তা ফাটতেও পারত। ফলে একটা আশঙ্কা ছিলই। দ্যা ইটারনালস সিনেমায় রিচার্ড বা জোলি ছাড়াও রয়েছেন সালমা হায়েক, কুমেল নানজিয়ানি, জন লি-র মত অভিনেতা অভিনেত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা