তাঁর মানহানির চেষ্টা করছেন পরিচালক। তিনি ভীত। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রথমসারির অভিনেত্রী মঞ্জু। তিনি তাঁর দাবির সপক্ষে ডিজিটাল প্রমাণও পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরিচালক শ্রীকুমার মেননকে গ্রেফতারও করা হয়। পরে অবশ্য জামিন পান পরিচালক।
দক্ষিণী সিনেমার সুপারস্টার দিলীপ-এর প্রথম স্ত্রী মঞ্জু ওয়ারিয়র। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে সিনেমা জগতে পরিচিত মুখ মঞ্জু। মঞ্জুকে তাঁর সিনেমায় সুযোগ দেন পরিচালক শ্রীকুমার মেনন। তার আগেও মঞ্জুকে নিয়ে তিনি বেশ কিছু বিজ্ঞাপন শ্যুট করেন। ফলে অনেকদিন ধরেই মঞ্জুর সঙ্গে কাজ করছেন শ্রীকুমার।
গ্রেফতার হওয়ার পর পরিচালক পুলিশকে জানান, তিনি মঞ্জুর সঙ্গে যা করেছেন তা ভাল ভাবনা নিয়েই করেছেন। কিন্তু বিষয়টিকে খারাপভাবে ব্যাখ্যা করা হয়েছে। পুলিশ অবশ্য শ্রীকুমারের দাবি খতিয়ে দেখছে। শ্রীকুমার আরও দাবি করেন মঞ্জুর সিনেমা জগতে সাফল্য নিয়ে তিনি সোশ্যাল সাইটেও প্রশংসা করেন। এদিকে ঘটনা ঘিরে কেরালা সিনেমা জগতে রীতিমত আলোড়ন পড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা