সবে তো গত ২০ জানুয়ারি হয়েছিল বিয়ে। সবাই অভিনন্দন জানিয়েছিলেন। সেই বিয়ে ভেঙে গেল মাত্র ১২ দিনে। ১ ফেব্রুয়ারি স্বামী জানিয়ে দিলেন এই কদিনের বিবাহিত জীবনে তিনি খুশি। কিন্তু বিয়ে নামক বিষয়টি তাঁকে আতঙ্কিত করেছে। এরপর তাঁদের ২ জনেরই নিজের আলাদা আলাদা পথে হেঁটে চলা উচিত। তাঁর স্ত্রী যেন তাঁকে ক্ষমা করেন। বিচ্ছেদের বার্তা ভরা এই মেসেজ পেয়ে কিন্তু আদৌ বিচলিত নন ১২ দিন আগে বিয়ে হওয়া স্ত্রী।
স্বামীর কাছ থেকে এই টেক্সট মেসেজ পেয়ে পাল্টা টেক্সট করেছেন স্ত্রী। জানিয়েছেন তিনি তাঁকে ভালবাসেন। আর সারাজীবন তাঁর জীবনে থাকতে চান। আদপে তিনি যে এই বিচ্ছেদ বার্তা মেনে নিলেন তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন স্ত্রী। ফলে টেক্সট মেসেজেই শেষ হল ১২ দিনের ছোট্ট এক বিবাহিত জীবন। একটা মধুচন্দ্রিমা।
মনে হতেই পারে এমন অবাক করা কাণ্ড ঘটান স্বামী-স্ত্রী কারা! স্বামী হলেন হলিউডের বিখ্যাত প্রযোজক জন পিটার্স। আর স্ত্রী হলেন হলিউডে ৯০-এর দশক কাঁপানো সুন্দরী লাস্যময়ী পামেলা অ্যান্ডারসন। যাঁকে হয়তো সকলে চিরদিন মনে রাখবেন বেওয়াচ-এর জন্য।
গত ২০ জানুয়ারি ৭৪ বছরের জন ও ৫২ বছরের পামেলা বিয়ে করেন। এরপর ৫ দিন তাঁরা একসঙ্গে কাটানও। তারপর গত ১ ফেব্রুয়ারি মেসেজ করে জন পামেলাকে জানান তিনি বুঝতে পারছেন যে এই ৭৪ বছর বয়সে আন্তর্জাতিক প্রেমে জড়ানোর পরিস্থিতিতে তিনি নেই। বরং তাঁর মনে হচ্ছে তাঁর এবার একটা শান্ত নিশ্চিন্ত জীবন কাটানোর সময় এসেছে। জনের এই বার্তাকে সম্মান জানান পামেলাও। ভেঙে যায় ১২ দিনের একটি হাইপ্রোফাইল বিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা