কৃষ্ণা, মধু, চন্দ্রন। এই ৩ জনের মর্মান্তিক মৃত্যু এখনও তিনি মেনে নিতে পারছেন না। তবু তাঁদের পরিবারের সাহায্যের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন ‘ইন্ডিয়ান ২’ সিনেমার পরিচালক এস শঙ্কর। তিনি জানিয়েছেন, ৩ জনের মৃত্যুকে কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অর্থ ওই পরিবারগুলির জন্য সামান্যই। হয়তো তাঁদের সামান্যই সাহায্য হবে এতে। তবু তিনি এই অর্থ ৩টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেবেন।
গত ১৯ ফেব্রুয়ারি দক্ষিণী সুপারস্টার কমল হাসানের একটি সুপারহিট সিনেমা ‘ইন্ডিয়ান’-এর সিকুয়েল ‘ইন্ডিয়ান ২’-এর সেটে শ্যুটিংয়ের প্রস্তুতি চলাকালীন একটি ক্রেন ভেঙে পড়ে। ক্রেনের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ টেকনিশিয়ানের। ১২ জন আহত হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি তো বটেই এমনকি গোটা দেশেই আলোড়ন ফেলে দেয়। ওইদিন সিনেমার হিরো কমল হাসান, নায়িকা কাজল আগরওয়াল ও পরিচালক এস শঙ্কর সৌভাগ্যক্রমে রেহাই পান। তাঁরা বেরিয়ে আসেন সেট থেকে।
এস শঙ্কর আরও জানিয়েছেন, এত সুরক্ষার বন্দোবস্ত নেওয়া সত্ত্বেও কীভাবে এমন কাণ্ড হল তা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। তিনি এখনও এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেননি। তবে ঘটনার তদন্ত পুলিশ যেমন চালানোর চালাচ্ছে। সিনেমার শ্যুটিং আপাতত বন্ধ রয়েছে। কবে শুরু হবে তাও অজানা। এই ঘটনা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কালো দিন হয়ে থেকে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা