চেন্নাইতে তৈরি হবে এমন একটি বাড়ি যেখানে গৃহহীন ট্রান্সজেন্ডাররা থাকতে পারবেন। এভাবে গৃহহীন ট্রান্সজেন্ডারদের পাশে দাঁড়িয়ে তাঁদের মাথার ওপর ছাদ দেওয়ার উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগ নিয়েছেন ‘লক্ষ্মী বম্ব’ সিনেমার পরিচালক রাঘব লরেন্স। এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার তথা এই সিনেমার হিরো অক্ষয় কুমার। অক্ষয় কুমার যে এই উদ্যোগে দেড় কোটি টাকা প্রদান করেছেন তা খোলসা করেছেন বিখ্যাত ফটোগ্রাফার বিরল ভায়ানি।
লক্ষ্মী বম্ব সিনেমা-র শ্যুটিংও সবে শেষ হয়েছে। সিনেমার শ্যুটিংয়ের শেষে পুরো টিম একসঙ্গে ছবিও তোলে। সিনেমায় প্রধান ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণী। দক্ষিণী সুপারহিট সিনেমা মুনি ২: কাঞ্চনা-র হিন্দি ভার্সন বলা যেতে পারে লক্ষ্মী বম্ব-কে। হররধর্মী এই সিনেমায় একটা বড় ভূমিকা রয়েছে এক ট্রান্সজেন্ডারের। বলা ভাল তার আত্মার। এই ট্রান্সজেন্ডারের আত্মা এক ভীতু লোকের শরীরে প্রবেশ করে তার জীবন যে শেষ করেছে তার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই নিয়েই বুনোট বেঁধেছে গল্প।
কিয়ারা আডবাণী এই সিনেমার শ্যুটিংয়ের শেষ দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ২২ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার। এখন পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। অক্ষয় কুমারকে এই সিনেমায় একদম অন্য রূপে দেখতে পাওয়া যাবে। দক্ষিণী অনেক সুপারহিট সিনেমাই হিন্দিতে তৈরি হয়েছে। তা সফলও হয়েছে। এবার লক্ষ্মী বম্ব-ও সেভাবেই সাফল্যে পেতে পারে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আগামী মে মাস পর্যন্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা