করোনার জেরে দেশজুড়েই এখন যাবতীয় সাধারণ মানুষের ভিড় জমে এমন জায়গায় তালা ঝোলানো শুরু হয়েছে। মানুষকে এক জায়গায় জড়ো হওয়া থেকে বিরত রেখে করোনা রোখার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। করোনা রুখতে এবার প্রশাসনের পাশে এসে দাঁড়াল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইমপা। বৈঠকের পর মঙ্গলবার ইমপা-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
ইমপা জানিয়েছে এই সিদ্ধান্ত এই মুহুর্ত থেকে বলবৎ করতে হবে। যদি কোনও সিনেমা হল কর্তৃপক্ষ এর পরেও হল খোলা রাখেন তাহলে নিজের দায়িত্বে খুলে রাখতে হবে। কোনও সমস্যা হলে ইমপা তাঁদের পাশে থাকবে না। ইমপা এও জানিয়েছে যে, পশ্চিমবঙ্গে সিনেমা হলগুলি এমনিতেই ধুঁকছে। তারওপর ৩১ মার্চ পর্যন্ত হল বন্ধ রাখা মানে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়া।
ইমপা জানিয়েছে যদিও হলগুলি বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে তা সত্ত্বেও সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করতেই হচ্ছে। প্রসঙ্গত গত সোমবারই মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় শরিক হয়ে সব সিনেমা হল বন্ধ রাখায় জোর দেন। তারপরই মঙ্গলবার ইমপা সিনেমা হল বন্ধ রাখার রাস্তায় হাঁটল। ফলে রাজ্যে আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব সিনেমা হলের দরজা।