গানের শব্দের মানে বোঝা মুশকিল। তবে যে ৬ জন পুলিশকর্মী মুখে মাস্ক লাগিয়ে সেই গানের সঙ্গে নাচছেন তাঁদের অঙ্গভঙ্গিতেই পরিস্কার যে কী শেখানোর চেষ্টা হচ্ছে। করোনা ছড়িয়ে পড়া আটকাতে ও নিজেকে সুস্থ রাখতে এখন সকলকেই বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে হু। হাত ধোয়ার কিছু নিয়মও আছে। মানুষের কাছে হাত ধোয়া মানে কিন্তু সঠিক নিয়ম মেনে হাত ধোয়া নাও হতে পারে। তা তাঁরা নাও জানতে পারেন। তাই সেই সচেতনতা বাড়াতে এগিয়ে এল কেরালা পুলিশ।
কেরালা পুলিশের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে কেরালার জনপ্রিয় সিনেমা ‘আয়াপ্পানম কোশিয়াম’-এর বিখ্যাত গান কালাক্কথা-র সঙ্গে পা মিলিয়েছেন ৬ পুলিশকর্মী। সকলের পরনেই ছিল পুলিশের পোশাক। মুখে মাস্ক। গানের তালে তালে তাঁরা পা দুলিয়ে নাচতে থাকেন। আর তার সঙ্গে হাত ধোয়ার ভঙ্গিমা করতে থাকেন। একসঙ্গে তাল রেখেই ৬ জন এই হাত ধোয়ার পদ্ধতি শেখান।
১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে সকলকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানোর প্রচেষ্টা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। স্টেট পুলিশ মিডিয়া সেন্টার কেরালা-র তৈরি এই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হুহু করে ছড়াচ্ছে ভিডিওটি। সচেতনতা প্রসারে এমন এক অভিনব উদ্যোগকে সাধুবাদই জানিয়েছেন সকলে। সেইসঙ্গে নাচ, গানের মধ্যে দিয়ে মানুষকে দ্রুত শেখানো যাচ্ছে হাত ধোয়ার সঠিক উপায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা