৩ বছর পর মুখোমুখি সাক্ষাৎ। পাশাপাশি কয়েক পা হাঁটা। তাতেই ঝলসে উঠল মঞ্চ। ঝড় উঠল আরও একবার। একে অপরের প্রাক্তন তাঁরা! তাতে কি! সম্পর্কের রসায়ন বদলায়, ফ্যাশনের নয়। ফ্যাশন চিরন্তন। এই শাশ্বত সত্যই একই ছাদের তলায় নিয়ে এল রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে। এর জন্য ধন্যবাদ প্রাপ্য বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির। বৃহস্পতিবার শাবানার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিজওয়ান’-এর উদ্যোগে মুম্বইয়ে বসে তারা ঝলমলে ফ্যাশন শোয়ের আসর। নির্ধারিত সময়ে মঞ্চের রহস্যময় নীল ছায়াপথ কয়েকগুণ উজ্জ্বল করে তোলেন শো স্টপার দীপিকা ও রণবীর। শোয়ের পোশাক পরিকল্পনার দায়িত্ব পেয়েছিলেন মণীশ মালহোত্রা। তাঁর ডিজাইন করা কালো কাশ্মীরি চিকণ কাজের গলাবন্ধে চমৎকার দেখাচ্ছিল রণবীর কাপুরকে। আর ফ্লোরাল মুক্তরঙা লহেঙ্গায় খোলতাই হয়ে উঠেছিল দীপিকার স্নিগ্ধ সৌন্দর্য।
২০১৫ সালে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’-য় শেষবারের মত দেখা মিলেছিল বলিউডের একসময়ের বহুচর্চিত ‘কপোত-কপোতী’কে। মাঝে অনেকটা সময় অতিবাহিত। আরেক রণবীরের হাত ধরে সেলুলয়েডের পর্দায় এরমধ্যেই সুপারহিট জুটি বেঁধেছেন দীপিকা। ওদিকে রণবীর কাপুরও নিজস্ব জগতে নিজেকে গুছিয়ে নিয়েছেন। মাঝখানে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকের শ্যুটিংয়ের সময় টাইফয়েড আক্রান্ত হয়ে পড়েন রণবীর। চিকিৎসকের পরামর্শে শাবানা আজমির শোয়ে প্রাক্তন প্রেমিকার সঙ্গে র্যাম্পে হাঁটার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। তবে রণবীর এখন একেবারে সুস্থ। বৃহস্পতিবার দীপিকার সঙ্গে তাঁর চোখ ঝলসানো ম্যাজিক সেই সাক্ষ্যই বহন করল।