জটিলতায় ইতি, টলিপাড়ায় বৃহস্পতি থেকে শুরু শ্যুটিং
যাবতীয় জটিলতায় ইতি টেনে অবশেষে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে টালিগঞ্জ পাড়ার যাবতীয় শ্যুটিং।
কলকাতা : বৃহস্পতিবার থেকে শুরু হবে সিনেমা, সিরিয়ালের শ্যুটিং। ১৫ জুনের পর থেকেই সিরিয়ালগুলির নতুন এপিসোড দেখা যাবে। এমনই জানা গিয়েছিল আর্টিস্ট ফোরাম, প্রয়োজকদের বৈঠকের পর। ঠিক হয়েছিল অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের এই করোনা পরিস্থিতিতে বীমা নিশ্চিত করতে হবে। তা স্থিরও হয়। তবে আর্টিস্ট ফোরাম যখন জানতে পারে যে সিরিয়াল বৃহস্পতিবার থেকে শুরু হলেও বীমার কাগজ তারা হাতে পাবেনা, তখন তারা বেঁকে বসে।
মঙ্গলবার থেকেই এই নিয়ে চাপানউতোর চলছিল। তাতে ঘৃতাহুতি দেন প্রযোজকরা। তাঁরা জানিয়ে দেন যখন এমনই পরিস্থিতি তখন দেশ থেকে করোনা বিদায় নিলে তারপরই শুরু হবে শ্যুটিং। ফের শুরু হয় শ্যুটিং নিয়ে জটিলতা। এই অবস্থায় বুধবার সব পক্ষের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কার্যত তাঁর মধ্যস্থতায় জটিলতায় ইতি ঘটে।
সব পক্ষই অবশেষে বৃহস্পতিবার থেকে শ্যুটিং শুরুতে রাজি হয়েছে। বীমার কাগজ অবশ্য বৃহস্পতিবারই হাতে পাচ্ছেন না অভিনেতা ও কলাকুশলীরা। এদিকে শ্যুটিং শুরু হওয়ার আগে সকলের কাছে শ্যুটিং করার গাইডলাইন স্পষ্ট করা হয়েছে। সেই গাইডলাইন মেনেই শ্যুটিং করতে হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গাইডলাইন কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে।