শুক্রবার ফের সিনেমা হলে পিএম নরেন্দ্র মোদী
আগামী শুক্রবার থেকে ফের দেশজুড়ে খুলছে সিনেমা হল। ওইদিন ফের একবার বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘পিএম নরেন্দ্র মোদী’।
মুম্বই : করোনার জন্য সেই মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সিনেমা হল, মাল্টিপ্লেক্স। তারপর জুন মাস থেকে আনলক পর্ব শুরু হলে একটু একটু করে শুরু হয়েছে কাজকর্ম। প্রতি মাসের শেষে আনলক পর্বের পরবর্তী অধ্যায়ে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এতদিন সিনেমা হলে কিন্তু ছাড় মেলেনি। অবশেষে অক্টোবরের শুরুতে আনলক পর্বের নয়া অধ্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রক শর্তসাপেক্ষে দেশজুড়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে।
১৫ অক্টোবর থেকে খুলছে হল। তবে ৫০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চালাতে হবে। শো চালাতে হবে। এমনই শর্ত দিয়েছে কেন্দ্র।
উৎসবের মরসুমেই সিনেমা হল খোলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিনেমা হলের মালিকরা। স্বাগত জানিয়েছেন সিনেমা মোদী দর্শকরাও।
এতদিনে বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে বটে তবে তা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৫ অক্টোবর থেকে ফের সিনেমা হলেই রিলিজের সুবিধা পাবে সিনেমাগুলি।
১৫ অক্টোবর কিন্তু দেশজুড়ে অন্য কিছু সিনেমার সঙ্গে হলে দ্বিতীয় বারের জন্য আসছে ‘পিএম নরেন্দ্র মোদী’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের উত্থান। বিশেষত প্রশাসনের প্রধান হিসাবে তাঁর জীবন এই সিনেমার মূল বিষয়। যা গত ২০১৯ সালে প্রথম মুক্তি পায় বিভিন্ন সিনেমা হলে।
যদিও তখন রাজনৈতিক কারণে তা বেশিদিন চলতে পারেনি বলে দাবি করেছেন সিনেমার প্রযোজক সন্দীপ সিং।
সিনেমার পরিচালক জানিয়েছেন আরও একবার সিনেমাটি হলে এলে আরও বেশি সংখ্যক মানুষ সিনেমাটি দেখার সুযোগ পাবেন। যা তাঁদের অনেক খেটে তৈরি এই সিনেমার জন্যও ভাল। আর এমন একটি সিনেমা সকলে দেখার সুযোগও পাবেন।
সিনেমায় নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এছাড়া রয়েছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব, রাজেন্দ্র গুপ্তা সহ আরও অনেকে।
নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর জীবন নিয়েই মূলত তৈরি হয়েছে এই সিনেমাটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা